বাবর শীর্ষে, ইমাম দুইয়ে, কোহলি তিনে
১৫ জুন ২০২২ ১৮:১৭
ব্যাট হাতে স্বপ্নের সময় কাটাচ্ছেন ইমাম-উল হক। ওয়ানডেতে সর্বশেষ সাত ইনিংসে নূন্যতম ফিফটি করেছেন তিনি, যার মধ্যে সেঞ্চুরি দুটি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন র্যাংকিংয়ে। আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে এসেছেন ইমাম। কোহলি নেমে গেছেন দুই নম্বরে। সবার ওপরে আছেন বাবর আজম।
এদিকে, টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন জো রুট। টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা রুট পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশনকে। গত বছরের আগস্টের পর আবারও র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন রুট।
সদ্য ইংল্যান্ডের অধিনায়কত্ব হারানো রুট চলতি বছর এরই মধ্যে চারটি সেঞ্চুরি করে ফেলেছেন। ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে দশ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন। চলতি নিউজিল্যান্ড সিরিজের দুই টেস্টেই শতক পেয়েছেন রুট। তার শীর্ষে ফেরাটা অনুমিতই ছিল।
আইসিসি টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে ফেরা রুটের বর্তমান রেটিং ৮৯৭। দুইয়ে নেমে যাওয়া লাবুশনের রেটিং এর চেয়ে ৫ কম। তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮৪৫ রেটিং), চার নম্বরে আছেন বাবর আজম (৮১৫) ও পাঁচে কেন উইলিয়ামসন (৭৯৮)।
বোলিংয়ে সবার ওপরে যথারীতি প্যাট কামিন্স। অজি পেসারের রেটিং পয়েন্ট ৯০১। এরপর যথাক্রমে- রবীচন্দ্রন অশ্বিন (৮৫০ রেটিং), জাসপ্রিত বুমরাহ (৮৩০), শাহিন শাহ আফ্রিদি (৮২৭) ও কাগিসো রাবাদা (৮১৮)।
ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে বসা ইমামের রেটিং পয়েন্ট ৮১৫। তিনে নেমে যাওয়া বিরাট কোহলির পয়েন্ট ৮১১। ৮৯২ রেটিং নিয়ে সবার ওপরে বাবর আজম। এরপর সেরা পাঁচে যথাক্রমে- রোহিত শর্মা (৭৯১ রেটিং) ও কুইন্টন ডি কক (৭৮৯)।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে সবার ওপরে ট্রেন্ট বোল্ট। কিউই পেসারের রেটিং পয়েন্ট ৭২৬। এরপর সেরা পাঁচে থাকা বাকি চারজন যথাক্রমে- জস হ্যাজেলউড (৬৯১), ম্যাট হেনরি (৬৮৩), শাহিন শাহ আফ্রিদি (৬৮১) ও জাসপ্রিত বুমরাহ (৬৭৯)। ৪১৯ রেটিং নিয়ে ওয়ানডের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার উপরে বাংলাদেশের সাকিব আল হাসান।
সারাবাংলা/এসএইচএস
আইসিসি র্যাংকিং ইমাম-উল-হক জো রুট বাবর আজম বিরাট কোহলি সাকিব আল হাসান