Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ইনিংসের ক্যারিয়ারে জয়ের পঞ্চম ডাক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২২ ২১:৩৩

মাহমুদুল হাসান জয় দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে ভালো করেছে। সে আসলেই বাংলাদেশের জন্য দারুণ কিছু করতে পারে- একদিন আগেই কথাটা বলেছিলেন সাকিব আল হাসান। শুধু সাকিব নয়, তরুণ জয়কে নিয়ে বড় স্বপ্ন অনেকেরই। তবে শূন্য যেন পিছু ছাড়ছে না তরুণ ওপেনারের।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভূতুরে ব্যাটিং করছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা বাংলাদেশ ৪৫ রানে হারিয়ে ফেলেছে ষষ্ঠ উইকেট। এই ধসের শুরুটা হয়েছিল জয়কে দিয়েই।

বিজ্ঞাপন

ইনিংসের দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দেন জয়। কেমার রোচের ডেলিভারিটা অফস্ট্যাম্পের অনেকটা উপরে ছিল। চাইলেই ছেড়ে দিতে পারতেন জয়। কিন্তু ব্যাট চালাতে গিয়ে বড় ভুলটা করলেন। তার ব্যাটের কানায় লেগে বল চলে গেলো তৃতীয় স্লিপে। প্রথম বলেই আউট জয়।

২০২১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে ১১ ইনিংস ব্যাটিং করেছেন জয়। তার মধ্যে শূন্য রানে আউট হলেন পাঁচ বার!

এর মধ্যে গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হয়েছেন দুই বার। দুই বলের মাথায় আউট হয়েছেন দুই বার। ক্যারিয়ারের প্রথম ইনিংসেও ডাক মেরেছিলেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন ১২ বল খেলে।

সারাবাংলা/এসএইচএস

মাহমুদুল হাসান জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর