Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটিংয়ের মতো কথাতেও ঝাঁঝালো সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২২ ১১:২৩

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে সাকিব আল হাসান যখন ক্রিজে গেলেন বাংলাদেশের স্কোর তখন ৪১/৪। প্রথম চার ব্যাটারের তিনজনই ফিরেছেন শূন্য রানে। কিন্তু এসবে যেন তোয়াক্কাই করতে চাইলেন না সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব! উল্টো আক্রমনাত্বক ব্যাটিং করে গেলেন। শেষ পর্যন্ত এটাই বাংলাদেশ ইনিংসের বড় সৌন্দর্য। আক্রমনাত্বক ব্যাটিংয়ে সাকিব ফিফটির দেখা পেলেন বলেই বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত একশ পেরিয়েছে। ব্যাটিংয়ের মতো দিন শেষে কথার ঝাঁঝও ছড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

কাল অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে ১০৩ রানে। এর মধ্যে সাকিব একাই করেছেন ৫১ রান। ৬৭ বলের এই ইনিংসে চার মেরেছেন ৬টি, ছক্কা ১টি। আউট হয়েছেন ছক্কা মারতে গিয়েই। পরে ২ উইকেটে ৯৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে বাংলাদেশি ব্যাটারদের ঠিকই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাকিব।

সাকিব বলেন, ‘এখানে আসলে ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে। তাদের কাজটা তাদেরই করতে হবে। কেউ এসে তাদের মুখে তুলে খাইয়ে দিয়ে যাবে না। ব্যর্থ হয়েছে, আশা করি দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা এমনভাবে ঘুরে দাঁড়াবে যেন আমরা এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে পারে। সেই চ্যালেঞ্জটা থাকবে।’

আজ বাংলাদেশের ছয় ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। বেশিরভাগই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এমন ব্যাটিংয়ের কোনও ব্যাখ্যা থাকতে পারে না। সাকিবের সরল স্বীকারোক্তি, ‘কোনো ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগই দেখি না। আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। আমি জানি না অন্য কারো কাছে আছে কি না।’

টিম ম্যানেজমেন্টের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘সাধারণত যেটা হয় যে, এ ক্ষেত্রে কোচ-অধিনায়কের কাজটা সহজ। ধরুন, কেউ পারফর্ম করল না, তাঁকে বাদ দিয়ে দেই। সবচেয়ে সহজ কাজ কোচ, অধিনায়ক ও নির্বাচকদের।, “তুমি পারফর্ম করছ না, বাদ দিয়ে দিলাম”।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর