এমন দিনের পরও খুশি সাকিব
১৭ জুন ২০২২ ১২:৪৭
অ্যান্টিগা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের ছয় ব্যাটার ফিরেছেন শূন্য রানে। দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন মাত্র তিনজন। দল গুটিয়ে গেছে ৩২.৫ ওভারেই। পরে বোলিং ইনিংসে ক্যাচ মিস হয়েছে একাধিক। যাতে ২ উইকেটে ৯৫ রানে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশ গুটিয়ে গেছে ১০৩ রানে। অর্থাৎ প্রথম দিন শেষে আর মাত্র ৮ রানে পিছিয়ে আছেন ক্যারিবিয়ানরা। এমন দিনের পরও কি-না খুশি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান!
সাকিব মূলত খুশি পেসারদের পারফরম্যান্সে। অনেকদিন পর টেস্টে ফিরে নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের বলেই একাধিক ক্যাচ ছেড়েছেন মুমিনুল হক, লিটন দাসরা। নতুন বলে ভালো বোলিং করেছেন খালেদ আহমেদ, ইবাদত হোসেনরাও। ব্যাটিংয়ের বাজে দিনে বাংলাদেশের জন্য এটাই একমাত্র স্বস্তি। দিনের খেলা শেষে স্বস্তি ফুটে উঠল সাকিব আল হাসানের কণ্ঠেও।
সদ্য তৃতীয় মেয়াদে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া সাকিব বলেছেন, ‘আমার মনে হয় পেস বিভাগ খুবই ভালো বল করেছে। জুটিতে ভালো বল করেছে (ওরা)। মোস্তাফিজ দারুণ ছিল। খালেদও অনেক ভালো বল করেছে নতুন বলে। ইবাদত সবসময় ভালো বল করছে (সাম্প্রতিক সময়ে)। তিনজনই ভালো করেছে।’
সাকিব বলেন, ‘আজকের দিনে আমি খুবই খুশি। আমি খুবই খুশি যে পুরো দল সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। চেষ্টা করেছে যদি আমরা এমন কোনো বোলিং পারফরম্যান্স দিতে পারি…যেটা আমরা ব্যাটারদের কাছ থেকে পাইনি। কিছু হাফ-চান্স ছিল। সেগুলো নিতে পারলে পেসারদের জন্য “পারফেক্ট” একটা দিন হতো। যেটা আমরা বেশ কিছুদিন ধরেই পাইনি। ওরা একটু দুর্ভাগা। আরও দুটি উইকেট পেলে হয়তো আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।’
বাংলাদেশ এখন এগিয়ে মাত্র ৮ রানের, অপর দিকে ওয়েস্ট ইন্ডিজের হাতে আরও আট উইকেট। তবে বাংলাদেশ ছেড়ে কথা বলবে না বললেন সাকিব।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘একটা হচ্ছে ছেড়ে দিয়ে ওদের যত ইচ্ছা রান করতে দেওয়া। তারপর আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করার পর খেলা শেষ হয়ে গেল। আরেকটা হচ্ছে আমরা চেষ্টা করলাম। যদি ওদের এক শ, দেড় শ, দুই শ-র ভেতরে অলআউট করতে পারি, এমনকি আড়াইশর ভেতরে অলআউট করতে পারি। তখন আমরা যদি দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করি, শেষ ইনিংসে এখানে কী হবে, আমরা তো জানি না। প্রতিদিনই নতুন একটা দিন। সেই সুযোগটা আমাদের ছিল।’
নতুন দিনে বোলাররা চ্যালেঞ্জ জিততে পারলে নিশ্চয় খুশি হবেন সাকিব!
সারাবাংলা/এসএইচএস