Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যান্টিগায় জয়ে চোখ বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২২ ১৪:২৪

পরিস্থিতি বলছে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের জেতা সহজ নয়। টেস্টের দ্বিতীয় দিন শেষে ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। হাতে আছে আটটি উইকেট। তবে সমীকরণ কঠিন হলেও বাংলাদেশি পেসার খালেদ আহমেদের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। বলেছেন, জয়ের ছক কষেই মাঠে নামবে বাংলাদেশ।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ। পরে মেহেদি হাসান মিরাজের স্পিনে ক্যারিবিয়ানদের ২৬৫ রানে আটকে রেখেছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

দিনের খেলা শেষে সাংবাদ সম্মেলনে পেসার খালেদ বলেন, ‘আমরা তো খেলব জেতার জন্য। চেষ্টা থাকবে, ব্যাটাররা যাতে বড় স্কোর গড়ে, খেলাটা যাতে পাঁচ দিনে গিয়ে শেষ হয়।’

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর বোলারদের একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে দিয়েছিলেন সদ্য টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান। খালেদের কথায়, অধিনায়কের প্রত্যাশা মোটামুটি পূরণ করতে পেরেছেন বোলাররা।

খালেদ বলেন, ‘উনি বলেছেন, আরও কম রানে ওদের অলআউট করতে। আমরা চেষ্টা করেছি। ১০-২০ রান বেশি হয়ে গেছে। উইকেট বেশ ভালো। বোলারদের জন্য অতটাও সাহায্য নাই। আমাদের ব্যাটাররা ইনশাল্লাহ ভালো খেলবে।’

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বেশ ভালোই বোলিং করেছেন খালেদ। উইকেট মাত্র দুটো পেলেও ক্যারিবিয়ান পেসারদের নিয়মিতই ভরকে দিয়েছেন তরুণ পেসার।

খালেদ বলেন, সেরাটা দেওয়ার প্রবল চেষ্টা তাকে সহায্য করেছে, ‘চেষ্টা করেছি আমার সেরাটা দেওয়ার। যেহেতু শেষ দুটি ম্যাচে আমি ভালো করতে পারিনি। তো চেষ্টা ছিল, এই ম্যাচে যদি সুযোগ পাই, তাহলে দক্ষিণ আফ্রিকাতে যেরকম বল করেছিলাম, সেরকম নিজেকে মেলে ধরতে পারব।’

সারাবাংলা/এসএইচএস

খালেদ আহমেদ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর