ট্যাক্স ফাঁকির মামলায় সাবেক বার্সা তারকা ইতোর কারাদণ্ড
২১ জুন ২০২২ ১১:০৩
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতো ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলায় এক বছরের কারাদণ্ডের সম্মুখীন। বার্সেলোনার হয়ে ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত খেলার সময় ইমেজ রাইটস থেকে পাওয়া অর্থের সঠিক হিসাব দিতে পারেননি ইতো। যেখান থেকে তাকে কর পরিশোধ করতে হবে ৩দশমিক ৮ মিলিয়ন ইউরো বা প্রায় ৩৮ কোটি টাকা। কিন্তু সেই অর্থ পরিশোধ করেননি তিনি। আর একারণেই স্প্যানিশ আদালত ইতোকে ২২ মাসের স্থগিত কারাদণ্ড প্রদান করেছেন।
এর আগে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিরুদ্ধে দীর্ঘদিন ট্যাক্স ফাঁকির মামলা চলেছে। সেই মামলা থেকে অবশ্য শেষমেশ মুক্তি মিলেছে মেসির। তবে তারই সাবেক সতীর্থ এবার জড়ালেন এই মামলায়।
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে ট্যাক্স ফাঁকি দিয়েছেন স্যামুয়েল ইতো আর একারণেই এক যুগেরও বেশি সময় পর এই ট্যাক্স ফাঁকির ঘটনায় ইতোকে ২২ মাসের স্থগিত কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি তখনকার এজেন্ট, যাকে বাবার চোখে দেখতেন ইতো; সেই হোসে মারিয়া মেসালেসকেও এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বার্সেলোনার এ সাবেক তারকা ফুটবলার। তবে এই ঘটনার পুরো দায় তিনি দিয়েছেন এজেন্ট মেসালেসের ওপর, ‘আমি তখন ছোট ছিলাম। সবকিছু আমার বাবাই (মেসালেস) দেখতেন। আমি জরিমানা দিয়ে দেবো। তবে বাবা যা বলতেই তা-ই করতাম আমি।’
জরিমানার অর্থ পরিশোধ করতে রাজি হলেও, তৎকালীন এজেন্ট মেসালেসের ওপর মামলা ঠুকতে ভুল করেননি ইতো। তার সম্পত্তির অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ এনে মেসালেসের ওপর এই মামলা করেছেন তিনি। যা এখন তদন্তের অপেক্ষায় রয়েছে।
কারাদণ্ড ভোগ করতে না হলেও দুজনকেই গুনতে হবে জরিমানা। চারটি আলাদা জরিমানায় ইতোকে মোট ১৮ লাখ ইউরো ও মেসালেসকে দিতে হবে ৯ লাখ ইউরোর বেশি।
সারাবাংলা/এসএস