Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিনার্স শিবিরে তিন ভারতীয় খেলোয়াড়


২০ এপ্রিল ২০১৮ ২০:১২ | আপডেট: ২২ এপ্রিল ২০১৮ ১৭:২৪

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ হকি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। শিরোপা ধরে রাখতে চায় মতিঝিল পাড়ার ক্লাবটি। জাতীয় দলের ১০জন খেলোয়াড় ভেড়িয়ে আসন্ন টুর্নামেন্টের ফ্যাবারিট তকমাও লেগেছে গায়ে। বাকী ছিল বিদেশি কোটায় কে আসছেন দলে?

তিন ভারতীয় খেলোয়াড় মেরিনার্স শিবিরে যোগ দিতে যাচ্ছে। শাইবাজ শেখ, পরমপ্রীত সিং ও যুগরাজ সিং।

২৮ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ হকি প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নদের শিবিরের হয়েও মাঠে নামবেন এই তিনজন। এখন দলটি চলমান খাজা রহমত উল্ল্যাহ ক্লাব কাপ টুর্নামেন্টের সেমিতে পা রেখেছে।

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স। দীর্ঘ ২৭ বছর অপেক্ষার পর সবশেষ লিগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে দলটি। সেবার অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ছিল না। দু’চারজন সিনিয়রের বাইরে অধিকাংশই ছিল জুনিয়র খেলোয়াড়। কাগজে-কলমেও ছিল চার নম্বর অবস্থানে। কিন্তু কাগজে-কলমের হিসাব পাল্টে দিয়ে শিরোপা ঘরে তোলে মেরিনার্স। এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গতকাল যে ১৭ জনকে দলে নিবন্ধন করিয়েছে মেরিনার্স, এদের মধ্যে ১০ জন আবার জাতীয় দলের খেলোয়াড়। বাকি ৭ জনের রয়েছে লিগে খেলার পূর্ব অভিজ্ঞতা।

গত আসরে খেলেছেন এমন ৬ জনকে রেখে নতুন ১১ জনকে বিভিন্ন দলে উড়িয়ে এনেছে মেরিনার্স। মামুনুর রহমান চয়ন গতবার দলের নেতৃত্বে ছিলেন। এবারো তাকে রেখেই দল সাজানো হয়েছে। চয়নের সঙ্গে কৌশিক, সাইফুল আলম শিশির, খন্দকার আকিব জাবেদ, ইমরান হোসেন ইমন এবং হাসিন আরমান রুপ মেরিনার্সে থেকে গেছেন। ঊষা থেকে মিমো, নিলয়, রেজাউল বাবু, নাইম উদ্দিন, মাহাবুব হোসেন, আবাহনী থেকে অসীম, শিটুল এবং আজিজুল ইসলাম, আজাদ স্পোর্টিং থেকে বিপ্লব, ঢাকা ওয়ান্ডারার্স থেকে সারোয়ার মোর্শেদ শাওন এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব থেকে সফি আহমেদ বাপ্পি এবার মেরিনার্সে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

মেরিনার্সের কোচ হিসেবে এবার দায়িত্ব পালন করছেন জাতীয় দলের সাবেক কোচ জার্মান অলিভার কার্টজ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর