Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের বার্তায় অনুপ্রাণিত তাসকিন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ২০:৩৫

গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টের উন্নতি চোখে পড়ার মতো। কদিন আগে সাকিব আল হাসান বলেছিলেন, এই বিপ্লবে কার্যকর সৈনিক তাসকিন আহমেদ। দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরে এসেছেন এবং নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন সেটা অন্যদের জন্য অনু্প্রেরণা বলেছিলেন সদ্য টেস্ট অধিনায়ক সাকিব। অধিনায়কের এমন কথায় বেজাই খুশি তাসকিন।

ইনজুরি কাটিয়ে ফেরার লড়াই করতে গিয়ে জিমে আবারও ব্যথা পেয়ছিলেন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজের আগে যেটাকে মনে করা হচ্ছিল বড় ধাক্কা। তবে তাসকিন চোট কাটিয়ে উঠেছেন। তরুণ পেসার এখন পূর্ন ফিট। কোন সমস্যা ছাড়াই দুদিন ধরে অনুশীলন করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোলিংয়ে ঘাম ঝড়িয়েছেন তাসকিন। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে উঠল সাকিবের প্রসংশা করার বিষয়টি।

তাসকিনের উত্তর, ‘কোনো সন্দেহ নেই তিনি (সাকিব) একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আমাকে আরও অনুপ্রাণিত করেছে যে, আমি আরো ভালও করতে পারবো। খুব ভালো লেগেছে আসলে।’

আড়াই মাস চোটের সঙ্গে লড়ে ফিট উঠে উঠা তাসকিন বলেন, ‘আমি চাইবো সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সবসময়ই এটাই ইচ্ছা থাকে। প্রায় আড়াই মাস পর দলের সাথে যুক্ত হতে যাচ্ছি। এটা সবথেকে বেশি আনন্দের। একজন স্পোর্টসম্যানের জন্য সবথেকে শান্তির বিষয় দলের সঙ্গে থাকা।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্ট শেষে সাকিব আল হাসান বলেছিলেন, ‘একটা বড় কৃতিত্ব দিতে হয় আসলে তাসকিনকে। তাসকিন শেষ দুই-তিন বছরে দেখিয়ে দিয়েছে যে, কীভাবে আসলে একজন পেস বোলার বড় হতে পারে কিংবা সামনের দিকে এগোতে পারে এবং ব্যাকরণগত কীভাবে উন্নতি করতে পারে। আমার মনে হয়, তাকে অনেকেই অনুসরণ করে। আমাদের পেস বোলারদের ভালো করার পেছনে এটা একটা বড় কারণ।’

বিজ্ঞাপন

চোট কাটিয়ে শরীর এখন পূর্ন ফিট, এটাও জানালেন তাসকিন। তিনি বলেন, ‘কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম। গত দুইদিন বোলিং করলাম। ভালো আছি এখন। তারা (ফিটনেস ট্রেনার) সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। শতভাগ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং প্রচেষ্টাগুলো ঠিক ছিল। সবধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচকরা, ডাক্তার সবাই ছিলেন। তারা সন্তুষ্ট।’

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর