Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে টপকে সুপার লিগের শীর্ষে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২২ ১০:৫১

ওয়ানডে সুপার লিগের শীর্ষস্থানটা দীর্ঘদিন নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিতে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশকে টপকে শীর্ষে উঠবে ইংল্যান্ড তা আগেই নিশ্চিত ছিল। এবার ডাচদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশকে টপকে শীর্ষস্থানে বসেছে ইংলিশরা।

সিরিজের আগে বাংলাদেশের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে ছিল ইংলিশরা। টানা তিন জয়ে ৩০ পয়েন্ট পাওয়ায় এগিয়ে গেছে তারা। এই মুহূর্তে ইয়ন মরগানের দলের সংগ্রহ ১২৫ পয়েন্ট, বাংলাদেশের ১২০। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের পয়েন্ট ১০০।

বিজ্ঞাপন

আমস্টিলভিনে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বুধবার ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে। ২৪৫ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ১১৯ বল বাকি থাকতে।

ক্যারিয়ারের দশম ওয়ানডে সেঞ্চুরিতে ৮৬ বলে অপরাজিত ১০১ রান করে ম্যাচের সেরা জেসন রয়। এই ওপেনারের ইনিংসটি গড়া ১৫টি চারে। আরেক ওপেনার ফিল সল্ট ৩০ বলে করেন ৪৯ রান।

সারাবাংলা/এসএস

ইংল্যান্ড ওয়ানডে সুপার লিগ বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর