২ ওভারে ৩ উইকেট তুলে স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
২৫ জুন ২০২২ ২২:০৫
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৩৮ ও ৩৯তম ওভারে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। প্রথমে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে ক্রেইগ ব্র্যাথওয়েট ফিরলেন আর পরের ওভারে জোড়া আঘাত হানলেন পেসার খালেদ আহমেদ। এতেই ১৩২ রানে ৪র্থ উইকেট হারাল স্বাগতিকরা।
বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। দুর্দান্ত গতিতে রান তুলতে থাকেন ক্রেইগ ব্র্যাথওয়েট এবং জন ক্যাম্পবেল। জুটির শতরান গড়ার পর আর বেশি সময় এই জুটিকে টিকতে দেননি পেসার শরিফুল ইসলাম। ২৬তম ওভারে ক্যাম্পবেলকে সোহানের তালুবন্দি করে উদ্বোধনী জুটি ভাঙেন শরিফুল।
২৬তম ওভারের শেষ বলটি শর্ট পিচ করেন শরিফুল। একটু বাউন্স হয় বলটিতে আর সেটাতে পুল করতে যান ক্যাম্পবেল। শরিফুলের পেস এবং বাউন্সে পরাস্ত হন ক্যাম্পবেল আর তালুবন্দি হন সোহানের। ৭৯ বলে ৬টি চারে ৪৫ রান করেন জন ক্যাম্পবেল।
শুরুটা সেখান থেকেই। এরপর ক্রেইগ ব্র্যাথওয়েট এবং রেইমন রেইফার মিলে গড়েন ৩১ রানের জুটি। তবে তাদের জুটি বড় করতে দিলেন না মিরাজ। ৩৮তম ওভারে বল হাতে এসে প্রথম বলেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে বোল্ড করে ফেরান মিরাজ। মিরাজের আর্ম বলটি অফ স্ট্যাম্পের বাইরে পড়ে আর সামনের পা এগিয়ে দিয়ে ডিফেন্স করতে যান ব্র্যাথওয়েট। তবে পুরোপুরি বলের লাইন মিস করেন তিনি এতেই ভাঙে উইকেট। বাংলাদেশ দিনের দ্বিতীয় সাফল্য পেয়ে যায়। ব্র্যাথওয়েট ১০৭ বলে ৫১ রান করে ফেরেন।
পরের ওভারে বল হাতে আসেন খালেদ আহমেদ। ৩৯তম ওভারের প্রথম বলটি শর্ট লেন্থে অফ স্ট্যাম্পের বাইরে করেন টাইগার পেসার। তার বলটি লাইন থেকে দূরে হলেও খেলতে যান রেইফার আর এতেই ইনসাইড এজ হয়ে বল আঘাত হানে স্ট্যাম্পে। রেইফার ৪১ বলে ২২ রানে ফেরেন বোল্ড হয়ে। উইন্ডিজ ১৩১ রানেই হারায় তৃতীয় উইকেট।
ব্র্যাথওয়েট ফেরার পর উইকেটে আসেন এঙ্ক্রুমাহ বোনার। ৩৯তম ওভারে রেইফার ফেরার পর ব্ল্যাকউড এক রান নিয়ে স্ট্রাইক দেন বোনারকে। আর সেটাই কাল হয়ে দাঁড়াল বোনারের জন্য। ওভারের শেষ বলোটি ব্যাক অব লেন্থে ফেলেন খালেদ। তার বলোটি ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করতে যান বোনার কিন্তু ইনসাইড এজ হয়ে বোল্ড হন তিনিও। ৭ বলে শূন্য রানে ফেরেন তিনি। আর উইন্ডিজ ১৩২ রানে হারায় চতুর্থ উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি ৪২ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান তুলেছে উইন্ডিজ। জারমেই ব্ল্যাকউড ২ আর কাইল মায়ার্স ৪ রানে অপরাজিত আছেন। ৯৭ রানে পিছিয়ে থেকে লাঞ্চে গেছে উইন্ডিজ।
সারাবাংলা/এসএস