আবারও ক্রিকেট সংস্কৃতিকে দুষলেন ডমিঙ্গো
২৬ জুন ২০২২ ১৩:০৭
টেস্টে অনবরত বাজে ক্রিকেট খেলে চলেছে বাংলাদেশ। এর কারণটা কি? এমন প্রশ্নে গত শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিকে দুষেছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। ডমিঙ্গো বলেছিলেন, একজন ভালো টেস্ট ক্রিকেটার উঠে আসতে যে ধরনের ক্রিকেট সংস্কৃতি প্রয়োজন বাংলাদেশে তা নেই! আজ আবারও সেই একই কথা বললেন দক্ষিণ আফ্রিকান কোচ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও ধুঁকছে বাংলাদেশ। অ্যান্টিগায় সহজেই বাংলাদেশকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়াতে দুই দিনেই শক্ত অবস্থানে চলে গেছেন ক্যারিবিয়ানরা। বাংলাদেশের না হচ্ছে ব্যাটিং, না বোলিং। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে সেই টেস্ট সংস্কৃতিকেই দুষলেন ডমিঙ্গো।
ডমিঙ্গো বলেন, ‘টেস্ট দলের অনেক দূর যাওয়া বাকি। মৌলিক জিনিস, টেস্ট ম্যাচ খেলার ইচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ দিক। অন্য দলগুলো থেকে আমরা অনেক পিছিয়ে কারণ আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি সেখানে নেই যেখানে থাকা উচিত।’
এখন যাদের বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ উদাহরণ হিসেবে সেই ওয়েস্ট ইন্ডিজের প্রসঙ্গই টেনেছেন ডমিঙ্গো। ক্যারিবিয়ান দ্বীপদেশটির হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে জর্জ হেডলি, এভারটন উইকস, ক্লাইড ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল, গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, ব্রায়ান লারা, ক্রিস গেইলদের মতো কিংবদন্তী ক্রিকেটাররা খেলেছেন। তাদের ইতিহাস অনেক সমৃদ্ধ।
ডমিঙ্গোর মতে, যতদিন বাংলাদেশ ওই ধরনের ক্রিকেটার না পাবে আর ওই ধরনের সংস্কৃতি না পাবে ভালো দল হওয়া কঠিন! ডমিঙ্গো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতি আছে। ৮০-৯০-এর দিকে ওরা বিশ্বের সেরা টেস্ট দল ছিল। ওরা জানে কিভাবে টেস্ট খেলতে হবে। ওদের আইকনিক ক্রিকেটার আছে টেস্ট ক্রিকেটের। যতদিন আমাদের ওই রকম ক্রিকেটার, ওই রকম সিরিজ জয় পাব না…আমাদের টেস্ট ম্যাচ সংস্কৃতি যেখানে থাকা উচিত সেখানে নেই।’
বাংলাদেশ টেস্ট খেলার সুযোগ পায় কম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে পরবর্তী টেস্ট পাঁচ মাস পর। গ্যাপের এই সময়ে টেস্ট খেলা ক্রিকেটারদের ভালোভাবে দেখাশুনা করতে হবে, সেটাও অবশ্য মনে করিয়ে দিতে চাইলেন ডমিঙ্গো।
দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘টেস্ট ক্রিকেটারদের মনিটরিং করা খুব গুরুত্বপূর্ণ। মুমিনুল হয়তো আগামী চার-পাঁচ মাসের জন্য খেলার বাইরে চলে যাবে। আমাদের পরের টেস্ট সিরিজ মনে হয় ভারতের বিপক্ষে। এই সময়টা আমরা অনেক সাদা বলের ক্রিকেট খেলব। খালেদের কি হবে? ইবাদতের কি হবে? তাইজুলের কি হবে আগামী চার-পাঁচ মাস। ভারতের বিপক্ষে টেস্ট তো সহজ হবে না। ওরা কি ঘরোয়া ক্রিকেট খেলবে? যারা প্রক্রিয়ার মধ্যে থাকবে না, তাদের দেখাশোনা করতে হবে।’
উল্লেখ্য, সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। পরে ৫ উইকেটে ৩৪০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
সারাবাংলা/এসএইচএস