টেস্টের হতাশা শেষে টি-টোয়েন্টিতে চোখ সাকিবের
২৮ জুন ২০২২ ১২:৫২
ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজে কী কাঙ্খিত ফলটাই হলো? অনেকেই হয়তো ‘হ্যাঁ’ উত্তর দিবেন এই প্রশ্নে। তবে দুটি ম্যাচ হারলেও বাংলাদেশের যে আরও প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ ছিল সেটা নিশ্চয় স্বীকার করবেন সবাই। সেটা হয়নি। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান আপাতত সেসব ভুলে এখন টি-টোয়েন্টিতে চোখ দিচ্ছেন।
আগামী ২ জুলাই থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে সাকিব নয়, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে টেস্ট সিরিজ শেষে সাকিবের কথায় বারবারই উঠে এলো আসন্ন টি-টোয়েন্টি সিরিজ।
অ্যান্টিগা টেস্টে ৭ উইকেটে জেতা ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশকে হারিয়েছে ১০ উইকেটে। ম্যাচের ফল নিস্পত্তির পর সংবাদ সম্মেলনে এসে সাকিব বলতে চাইলে, টেস্ট ব্যর্থতার হিসেব আপাতত বাদ দিয়ে টি-টোয়েন্টি সিরিজে মনোযোগ দিতে। তার চোখে এই টি-টোয়েন্টি সিরিজ খুবই গুরুত্বপূর্ণ।
সাকিব বলেন, ‘আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। তবে দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব। আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলতে পারলে সেটা এশিয়া কাপ ও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কাজে দিবে মনে করছেন সাকিব। বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বীতামূলক দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে—এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে।’
টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশকে যে বড় চ্যালেঞ্জে পড়তে হবে সেটা বলে দেওয়াই যায়। কারণ খেলাটা ওয়েস্ট ইন্ডিজে। তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স যাচ্ছে-তা। সর্বশেষ ১০ টি-টোয়েন্টির ৯টিতেই হেরেছে বাংলাদেশ।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ সাতে, বাংলাদেশ আটে। অবশ্য একটা বিষয় স্বস্তি দিতেই পারে মাহমুদউল্লাহর দলকে। ২০১৮ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।
সারাবাংলা/এসএইচএস