Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে রঙিন পোশাকের দল ঘোষণা উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২২ ১৪:৩৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দুটিতেই হেরেছে বাংলাদেশ। এবার সামনে রঙিন পোশাকের ক্রিকেট। উইন্ডিজের বিপক্ষে প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর তিনটি ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ জুলাই। টি-টোয়েন্টি ফরম্যানে উইন্ডিজকে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান।

সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক নিকোলাস পুরানের সঙ্গে সহ-অধিনায়কের দ্বায়িত্ব পালন করবেন রোভম্যান পাওয়েল। আর ওয়ানডেতে পুরানের সহযোগী হিসেবে থাকবেন শাই হোপ।

বিজ্ঞাপন

একই সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার ওবেড ম্যাককয়। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ডেভন থমাস ও অলরাউন্ডার কিমো পল। অন্যদিকে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি।

প্রথম টি-টোয়েন্টি ২ জুলাই, দ্বিতীয় ম্যাচ পরের দিনই। এই দুটি ম্যাচই হবে ডমিনিকায়। শেষ টি-টোয়েন্টি ৭ জুলাই হবে গায়ানায়। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। প্রথম ওডিআই ১০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই। তিনটি ম্যাচই হবে গায়ানার ন্যাশনাল স্টেডিয়ামে।

উইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড

নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। রিজার্ভ: ডমিনিক ড্রাকস।

উইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

 নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেডেন সেলস। রিজার্ভ: রোমারিও শেফার্ড।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ দল ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর