Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়ের কাছ থেকে রান চান ডমিঙ্গো

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৪:২৮

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্মের পুরস্কার হিসেবে জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। বিজয়কে মনে ধরেছে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। তবে দীর্ঘদিন পর দলে ফিরে দুই ম্যাচ খেলা বিজয় রান পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। কাল প্রথম টি-টোয়েন্টি দারুণ কিছুর আভাস দিয়ে ফিরেছেন ১০ বলে ১৬ রান করে। ডমিঙ্গোর প্রত্যাশা, বড় রান আসুক বিজয়ের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

প্রায় আট বছর পর টেস্ট দলে ফেরা বিজয় সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করার পথে যতোক্ষণ ক্রিজে ছিলেন বেশ স্বচ্ছেন্দেই ছিলেন। কিন্তু হঠাৎ আউট হয়ে বড় ইনিংস খেলতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন ৪ রান করে। এরপর কাল প্রথম টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করছিলেন। দারুণ এক বলে এলবিডব্লিউ হয়ে বড় ইনিংস খেলার সম্ভবনা শেষ হয়েছে।

কাল বৃষ্টির কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টিটা শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাসেল ডমিঙ্গো বলছিলেন, ‘সে (বিজয়) টেস্ট ও টি-টোয়েন্টি দলে এসেছে। যা দেখেছি, সত্যিই ভালো লেগেছে। টেকনিক ভালো, রান করার সুযোগ খোঁজে। তার উপস্থিতি ভালো (মাঠে), ভালো ফিল্ডারও, এটা গুরুত্বপূর্ণ। এরকম অভিজ্ঞ ও দারুণ ফর্মে থাকা একজনকে ফিরে পাওয়া দারুণ।’

তবে ক্রিকেট তো রানেরই খেলা। সেটাই পরে মনে করিয়ে দিতে চাইলেন যেন ডমিঙ্গো, ‘তবে তাকে রান করতে হবে। গোটা দুই ম্যাচে শুরু ভালো করেছে… তবে সব মিলিয়ে গত সপ্তাহ দুয়েকে তাকে যেমন দেখলাম, আমি রোমাঞ্চিত।’

রান করার সুযোগ অবশ্য আজকেই পাচ্ছেন বিজয়। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামার কথা বাংলাদেশ দলের।

সারাবাংলা/এসএইচএস

এনামুল হক বিজয় রাসেল ডমিঙ্গো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর