Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ দলের শাস্তি

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২২ ১৭:৫১

মাঠে সময়টা মোটেও ভালো কাটছে না বাংলাদেশ দলের। টানা হারের বৃত্তে বন্দি টাইগাররা। এর মধ্যেই মিলল শাস্তি। মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের সকল সদস্যকে।

গত রোববার (৩ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এতে দলের সকল সদস্যের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

বিজ্ঞাপন

বুধবার (৬ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতি ওভার ঘাটতির জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার বিধান আছে।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ দায় স্বীকার করে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

রোববারের ম্যাচে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৯৩ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে বাংলাদেশ ১৫৮ রান তুলতে পেরেছে।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর