ওয়েস্ট ইন্ডিজে বসে বিশ্বকাপ নিয়ে ‘দুশ্চিন্তা’ লিটনের
৮ জুলাই ২০২২ ১৩:৫১
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের ১৬৩ রানের টার্গেট ১০ বল হাতে রেখেই পেরিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটের জয়ে ক্যারিবিয়ানদের যেন তেমন কোনও বেগই পেতে হলো না! প্রতিপক্ষের এমন অনাআসের জয় নিজেদের দুর্বলতা যেন আরও ভালোভাবে ধরতে পেলেন লিটন কুমার দাস। পাওয়ার হিটিংয়ে দুর্বলতার কথা বলেছেন লিটন।
বলা হয়ে থাকে আধুনিক টি-টোয়েন্টির প্রথম সূত্র ‘পাওয়ার হিটিং’। কিন্তু বাংলাদেশ এখানে অনেকটা পিছিয়ে। পাওয়ার হিটিংয়ের ব্যর্থতার কারণে পুরো ওভার ব্যাটিং করেও বেশিরভাগ সময় বড় স্কোর গড়া হয় না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতেও নিয়ন্ত্রিত ব্যাটিং করল বাংলাদেশ, কিন্তু ক্যামিও ইনিংস কেউই খেলতে পারেননি বলে দলীয় স্কোরটা বড় হলো না।
লিটন দাস মনে করছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার হিটিংয়ের এই দুর্বলতা ভোগাবে বাংলাদেশকে। কাল ম্যাচ শেষে লিটন বলেন, ‘অনেকে বলে টি–টোয়েন্টি টেকনিকের খেলা, অনেকে বলে দক্ষতার খেলা। আমার কাছে মনে হয়, অনেক সময় পাওয়ার হিটিংটাও জরুরি। এখানে আমরা অনেক বেশি পিছিয়ে। বিশ্বকাপে মাঠ অনেক বড় থাকবে। এটা আমাদের ভোগাবে। বেশি বেশি অনুশীলন করে এবং ম্যাচ খেলে যদি এতে আমরা উন্নতি করতে পারি, তাহলে আশা করি, বিশ্বকাপে ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’
অন্য বড় দলগুলোর চেয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনেক পিছিয়ে বললেন লিটন, ‘ওরা (ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা) জাতিগতভাবে অনেক শক্তিশালী, যেটা আমি না বা আমাদের দলের কেউই না। তারা চাইলেই যেকোনো সময় বড় ছয় মেরে দিতে পারে, যেটার সামর্থ্য আমাদের দলের অনেকেরই নেই। আমরা বেশির ভাগ সময় চার মারারই চিন্তা করি। আর ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সব সময় থাকে। টি–টোয়েন্টিতে ভালো দলগুলোর চেয়ে আমরা অনেকখানি পেছানো। আমাদের অনেক জায়গায় কাজ করার আছে।’
তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে ১৬৩ রান তোলে বাংলাদেশ। পরে ১০ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে ২-০ তে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
সারাবাংলা/এসএইচএস