প্রথম ওয়ানডেতে টস বিলম্বিত
১০ জুলাই ২০২২ ১৯:৪০
ওয়েস্ট ইন্ডিজ সফরের পুরোটা জুড়েই বৃষ্টি ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। টেস্ট, টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও বৃষ্টির উপদ্রব। বৃষ্টির কারণে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটির টস বিলম্বিত হচ্ছে।
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটির টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা বলে ঠিক সময়ে অনুষ্ঠিত হয়নি টস। ফলে খেলাও নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না।
সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী স্থানীয় সময় ৯ টা ৪৫ মিনিটে টস অনুষ্ঠিত হওয়ার কথা। গায়ানার আকাশে এই মুহূর্তে বৃষ্টি না থাকলও আকাশ মেঘলা।
ওয়েস্ট ইন্ডিজে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজের আগে বেশ আশাবাদি টাইগাররা। কারণ এই ফরম্যাটে বাংলাদেশ যে অনেকদিন যাবতই বেশ ভালো খেলে আসছে।
অবশ্য প্রত্যাশিত একাদশ পাচ্ছে না বাংলাদেশ। মুশফিকুর রহিম আগেই ছুটি নিয়েছেন সিরিজ থেকে। সাকিব আল হাসানও পরে ছুটি নিয়েছেন ওয়ানডে সিরিজ থেকে। দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতিতে নতুনদের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/এসএইচএস