Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের দারুণ বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২২ ০০:৩০

বৃষ্টির কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে বিলম্বিত হয়েছে অনেকক্ষণ। তবে বৃষ্টির দুর্ভোগ শেষে উইকেটে রাজত্ব করছেন বাংলাদেশি বোলাররা। মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাসুম  আহমেদ, তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ চাপে পড়েছে আগে ব্যাটিং করতে নামা ওয়েস্ট ইন্ডিজ।

রোববার (১০ জুলাই) গায়ানায় বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে ৪১ ওভার হয়েছে। বৃষ্টি শেষে টস হেরে বোলিং করতে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেছে। অভিষিক্ত নাসুম আহমেদকে দিয়ে ইনিংসের সূচনা করান তামিম ইকবাল। নাসুমের স্পিনের শুরু থেকেই অস্বস্তিতে ছিল প্রতিপক্ষ। প্রথম পাঁচ ওভারে মাত্র ৩ রান খরচ করেছেন অভিষিক্ত স্পিনার।

বিজ্ঞাপন

দ্বিতীয় ওভারে দুর্দান্ত ফর্মে থাকা শাই হোপকে ফেরান মোস্তাফিজুর রহমান। সেখানেই যেন ক্যারিবিয়ানদের ছন্দপতন ঘটল। ১২তম ওভারে অস্বস্তিতে থাকা কাইল মায়ার্সকে সরাসরি বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। মিরাজের বলে ইনসাইড দ্য লাইন খেলার চেষ্টা করে লাইন মিস করে বোল্ড মায়ার্স।

স্বাগতিকরা বড় ধাক্কাটা খায় ২১তম ওভারে। পরপর দুই বলে ব্রেন্ডন কিং, সামার্থ ব্রোকসকে ফেরান শরিফুল ইসলাম। রান আসছিল না। ফলে শরিফুলকে বুঝি আক্রমণ করার প্ল্যান কষেছিলেন দুজন। কিন্তু তাতেই বড় খেসারতটা দিতে হলো। শরিফুলকে সোজা তুলে মারতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন এনামুলের ক্যাচ হয়েছে ব্রেন্ডন। ফেরার আগে ৮ রান করতে খেলেছেন ৩১ বল। পরের সুইং বলে দাঁড়িয়ে ব্যাট চালাতে গিয়ে উইকেটের পেছনে ধরা পরার আগে ৩৩ রান করতে ৬৬ বল খেলেছে ব্রোকস।

এরপর রভম্যান পাওয়েলকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন নিকোলাস পুরনা। টি-টোয়েন্টি সিরিজে এই দুজন বড্ডই ভুগিয়েছেন বাংলাদেশকে। তবে আজ ওয়ানডেতে এই দুজন বেশিদূর এগুতে পারলেন না দুর্দান্ত মিরাজে। ধীরে ধীরে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন দুজন। দুজনকেই দারুণ দুটি বলে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের কামড় অনেকটা ভেঙে দিয়েছেন মিরাজ।

বিজ্ঞাপন

টার্ন করে লেগ স্টাপে পরা মিরাজের বলটা সরে গিয়ে খেলতে চেয়েছিলেন পাওয়েল। কিন্তু ব্যাটের সংযোগ করতে পারেননি। রিভিউ নিয়েও পরে এলবিডব্লিউ থেকে বাঁচতে পারেননি পাওয়েল, ১১ বলে ফিরেন ৯ রান করে। খানিক বাদে ২৪ বলে ১৮ রান করা পুরানকে সরাসরি বোল্ড করেন মিরাজ।

সেই মিরাজই দারুণ এক থ্রোতে আকিল হোসেনকে (৩) রান আউট করেছেন। কিছুক্ষণ পর  আবারও শরিফুলের জোড়া আঘাত। হাঁকাতে গিয়ে ১৯ বলে ১৬ রান করে শরিফুলের তৃতীয় শিকার হন রোমারিও শেপার্ড। দুই বল পরে গুদাকেশ মতিকে (৭)  মিরাজের ক্যাচ বানান শরিফুল। ১১১ রানে নবম উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর