Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২য় ওডিআইতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২২ ১৯:০৪ | আপডেট: ১৩ জুলাই ২০২২ ২০:২৩

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি হারের পর প্রথম ওডিআইতে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার পালা সিরিজ নিশ্চিতের। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। গায়ানায় দ্বিতীয় ওডিআইতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১৩ জুলাই) গায়ানায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সেই লক্ষ্যে টস  অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ এক পরিবর্তন নিয়ে নিয়ে মাঠে নামছে। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

বিজ্ঞাপন

প্রথম ওডিআইতে টাইগার বোলারদের দাপটে উইন্ডিজ ৪১ ওভারে মাত্র ১৪৯ রান তোলে। জবাবে বাংলাদেশ ৬ উইকেটের দুর্দান্ত জয় তুলে নেয়। এদিন অভিষেক ঘটে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, শাই হোপ, শামারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রভমান পাওয়েল, রোমারিও শেপার্ড, আকিল হোসেন, গুদাকেশ মোটি, কিমো পল এবং আলজারি জোসেপ।

সারাবাংলা/এসএস

ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টস দ্বিতীয় ওডিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর