Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির সমালোচনার কারণ খুঁজে পাচ্ছেন না রোহিত-বাটলার

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০২২ ১৮:০১

ব্যাট হাতে রীতিমতো ধুঁকছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি নেই প্রায় তিন বছর হতে চলল। কোহলির মতো একজন ব্যাটারের জন্য যে পরিসংখ্যানটা অবিশ্বাস্য। সেঞ্চুরি, ফিফটি দূরে থাক ইদানিং দলে অবদান রাখার মতো ইনিংসও খেলতে পারছেন না। আলোচনা-সমালোচনায় দল থেকে বাদ দেওয়ার কথাও উঠছে। তবে কোহলিকে নিয়ে এতো সমালোচনার কারণ খুঁজে পাচ্ছেন না ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ও ইংল্যান্ডের নতুন অধিনায়ক জস বাটলার।

বিজ্ঞাপন

দুজনের মতে, কোহলি খারাপ সময় ঠিকই কাটিয়ে উঠবেন। ভারতের জার্সিতে তিনি এরই মধ্যে যা যা করেছেন তাতে তার সমালোচনা প্রাপ্য নয়।

ইংল্যান্ডের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রান করে আউট হয়েছেন কোহলি। তাতে সমালোচকরা যেন আরও জেগে উঠেছেন! ম্যাচ শেষে দুদলের সংবাদ সম্মেলনেই উঠল কোহলির অফ ফর্ম প্রসঙ্গ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সামনে প্রশ্ন উঠতেই যেন বিরক্তিই দেখাতে চাইলেন!

কোহলি প্রসঙ্গ উঠতেই রোহিত বলে উঠেন, ‘এসব আলোচনার মানে কী, বুঝে উঠতেই পারছি না রে ভাই…।’

পরে নিজেকে সামলে রোহিত বলেন, ‘সে (কোহলি) এত এত ম্যাচ খেলেছে, এত বছর ধরে খেলছে, এত গ্রেট এক ব্যাটসম্যান সে, তাকে আলাদা করে নিশ্চয়তা দেওয়া কোনো দরকার নেই। সবশেষ সংবাদ সম্মেলনেও আমি এটি বলেছিলাম যে, ফর্ম ওঠা-নামা করেই, একজন ক্রিকেটারের ক্যারিয়ারে অংশই এসব। তার মতো একজন ব্যাটসম্যান, যে এত রান করেছে, এত বছর ধরে খেলছে, আমাদেরকে এত ম্যাচ জিতিয়েছে, তার ঘুরে দাঁড়াতে প্রয়োজন কেবল একটি-দুটি ভালো ইনিংস। এটিই আমার ভাবনা এবং আমি নিশ্চিত, যারা ক্রিকেট অনুসরণ করে, তাদের সবারই ভাবনা একই থাকবে।’

ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের সংবাদ সম্মেলনেও উঠেছিল কোহলি প্রসঙ্গ। যেটার কারণই খুঁজে পাচ্ছেন না বাটলার। বলেছেন, ‘(সমালোচনা উঠায়) অবিশ্বাস্য রকমের বিস্মিত আমি। যেমনটি বলেছি, তার রেকর্ডই তো তার হয়ে কথা বলে। ভারতকে যত ম্যাচ সে জিতিয়েছে… তার পর তাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে!’

তবে কোহলিকে সমর্থন দেওয়ার পাশাপাশি বাটলার এটাও বলেছেন, অতীমানব থেকে এখন অন্তত সাধারণ মানুষের পর্যায়ে নেমে এসেছেন কোহলি!

বলেছেন, ‘আমার মনে হয়, আমাদের বাকি সবার জন্য এটা একটা ফুরফুরে ব্যাপার যে সে আসলে মানুষ এবং সেও কিছু ম্যাচে কম রানে আউট হতে পারে। তবে দেখুন, ওয়ানডেতে সে যদি সবচেয়ে সেরা নাও হয়, তবু সেরাদের একজন হয়েই আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

জস বাটলার বিরাট কোহলি রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর