ফের বাংলাদেশের স্পিনে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ
১৬ জুলাই ২০২২ ২০:৩৭
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিয়ন্ত্রিত স্পিন বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বিপদে ফেলেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ওয়ানডেতেও একই ঘটনার পূনরাবৃত্তি। আগে বোলিং করতে নেমে ১৬ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।
গায়ানায় আজ তৃতীয় ওয়ানডেতেও টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশ একাদশে একজন বাড়তি স্পিনারকেও ডেকেছে। পেসার শরিফুলের জায়গায় একাদশে ডাকা হয়েছে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে।
দুই সিদ্ধান্তই দুর্দান্তভাবে কাজে লেগেছে। তাইজুলেই শুরুতে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরতে পেরেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংকরতে এসে নিজের প্রথম বলেই ব্র্যান্ডন কিংকে বোল্ড করেছেন তাইজুল। খানিক বাদে শাই হোপকেও ফেরান স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলে। এতে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্ষিপ্রতা আলাদাভাবে নজর কেড়েছে।
সামার্থ ব্রোকসকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে দলীয় ১৬ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরের ওভারে ফিরতে পারতেন নিকোলাস পুরানও। কিন্তু রান আউট করার সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদি হাসান মিরাজ।
তারপর নবাগত কেসি কার্টিকে সঙ্গে নিয়ে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন অধিনায়ক নিকোলাস পুরান। ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান ঠিক ৫০। ২০ রানে অপরাজিত আছেন পুরান। তার সঙ্গে ১৫ রানে ব্যাট করছেন কার্টি।
সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত হয়েছে বলে আজ তৃতীয় ওয়ানডেতে বেঞ্চের শক্তি পরীক্ষা করার বার্তা দিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সে হিসেবে অনেকদিন পর স্কোয়াডে ফেরা এনামুল হক বিজয়ের একাদশে সুযোগ পাওয়ার সম্ভবনা দেখা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। ফলে পয়েন্টের হিসেবও নেই। সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
সারাবাংলা/এসএইচএস