Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লোভী’ ক্রিকেট অস্ট্রেলিয়া!


২২ এপ্রিল ২০১৮ ১৫:৩৭

সারাবাংলা ডেস্ক ।।

অস্ট্রেলিয়ার সাবেক স্পিন তারকা শেন ওয়ার্ন সমালোচনা করেছেন নিজ দেশের ক্রিকেট বোর্ডকে নিয়ে। কারণটা অবশ্য জানিয়েই রেখেছেন তিনি। বিগ ব্যাশে ম্যাচ সংখ্যা বাড়ানোর কারণেই অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) ‘লোভী’ বলে মন্তব্য করেছেন এই কিংবদন্তি।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) ৩৫ ম্যাচ খেলা হলেও আগামী মৌসুম থেকে ম্যাচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মৌসুম থেকে ৮ ম্যাচ বাড়িয়ে ৪৩ ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিএ।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পোস্ট করেন শেন ওয়ার্ন। সেখানে তিনি লেখেন, ‘জনপ্রিয় এই আয়োজনকে সস্তা করতেই বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।’ তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য সেরা সিদ্ধান্তটাই নেওয়ার কথা বললেন ওয়ার্ন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার উচিৎ খেলোয়াড় ও বোর্ড মিলে সিদ্ধান্ত নেয়া। সবার সিদ্ধান্ত এক হবে না, তবে দুই পক্ষেরই দলের এবং সমর্থকদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।’

বিবিএলে কেন ম্যাচ সংখ্যা বাড়ানো হয়েছে সেটা নিয়ে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড পরিস্কার ভাবেই জানিয়েছেন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে, ‘ক্রিকেট স্বত্ব এবং আর্থিক দিক থেকে চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ। অংশীদারিদেরকে খুশি রাখতে এবং টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া।’

চলতি মাসের শুরুতে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে আগামী ছয় বছরের জন্য অস্ট্রেলিয়ার ক্রিকেট স্বত্ব কিনে নিয়েছে চ্যানেল সেভেন ও ফক্স নিউজ। তবে আর্থিক দিক চিন্তা করে এমন সিদ্ধান্ত টুর্নামেন্টের জনপ্রিয়তা কমাবে বলে মনে করছেন ওয়ার্ন, ‘বিগ ব্যাশে ম্যাচের সংখ্যা বাড়ানো আসলেই হাস্যকর। ম্যাচের সংখ্যা বাড়িয়ে মূল্যবান এই টুর্নামেন্টকে সস্তা করার প্রয়োজন নেই।’

 

সারাবাংলা/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর