Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাংকিংয়ে তামিম-লিটনদের উন্নতি

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২২ ২২:১৮

ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা দুর্দান্তই কেটেছে বাংলাদেশের। তিন ম্যাচই জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তামিম ইকবাল, লিটন দাসরা দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি দারুণ পারফর্ম করেছেন স্পিনাররা। তারই প্রভাব পড়ল র‌্যাংকিংয়ে। আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তামিম, লিটন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামদের।

বুধবার (২০ জুলাই) সাপ্তাহিক র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন তামিম ইকবাল। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তামিমই সবচেয়ে এগিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫০ ও তৃতীয় ম্যাচে ৩৪ রান করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বিজ্ঞাপন

লিটন দাসও এগিয়েছেন দুই ধাপ। দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৩২ রান ও তৃতীয় ওয়ানডেতে ঠিক ৫০ রান করা লিটন ৩০ নম্বরে উঠে এসেছেন।

বাংলাদেশি স্পিনের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক নিকোলাস পুরানই কেবল রান পেয়েছেন। র‌্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে তারই। ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন পুরান।

বোলিংয়ে মেহেদি হাসান মিরাজ আছেন ছয় নম্বরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন মিরাজ। সেরা দলে বাংলাদেশের একজনই আছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের সঙ্গে ১২ নম্বরে আছেন সাকিব আল হাসান। মোস্তাফিজুর রহমান আছেন ১৩ নম্বরে।

শেষ ওয়ানডেতে ৫ উইকেট নেওয়া স্পিনার তাইজুল ইসলাম উঠে এসেছেন ৮১ নম্বর অবস্থানে। তবে পুরো সিরিজেই দারুণ বোলিং করা নাসুম আহমেদ সেরা একশতে ঢুকতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে।

বিজ্ঞাপন

ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার উপরে যথারীতি সাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ আছেন ৭ নম্বরে।

সারাবাংলা/এসএইচএস

আইসিসি র‍্যাংকিং তামিম ইকবাল লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর