Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব কাপ হকির চ্যাম্পিয়ন আবাহনী


২২ এপ্রিল ২০১৮ ২০:৪০

স্টাফ করেসপন্ডেন্ট ।।

খাজা রহমত উল্ল্যাহ ক্লাব কাপের এই মৌসুমের শিরোপা জিতলো আবাহনী। মেরিনার্সকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। দলের একমাত্র গোলটি করেন সবুজ।

ছয় দল নিয়ে শুরু হওয়া স্বল্প বাজেটের এ টুর্নামেন্ট শুরু হয়েছিল। এই প্রথমবার ঘরোয়া কোনো টুর্নামেন্ট হয় ফ্লাড লাইটের আলোতে। ঊষা ক্রীড়াচক্র এবারের আসরে দলবদলে অংশ নেয়নি। মোহামেডানের মতো দল দলবদল করলেও ক্লাব কাপে খেলার আগ্রহ দেখায়নি। তাই অনেকটা উত্তেজনাহীন একটা আসরই ছিল এবারের ক্লাব কাপ হকি।

রোববার (২২ এপ্রিল) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃষ্টির কারণে এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। প্রথমার্ধ ০-০ থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচ গড়ায়। ম্যাচের ৪১ মিনিটে গোল আদায় করে নেয় আবাহনী (১-০)। পেনাল্টি কর্নার থেকে আবাহনীর সবুজ দলের হয়ে লিড বাড়ান। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

এর আগে আবাহনী আর মেরিনার্স খুব সহজেই সেমি ফাইনালে ওঠে। শেষ চারের ম্যাচেও দুই দল নিজেদের দাপট ধরে রাখে। সেমিতে আবাহনী ১১-১ গোলে বিধ্বস্ত করে ভিক্টোরিয়াকে। আর দ্বিতীয় সেমিতে সোনালী ব্যাংককে ৩-০ গোলে হারিয়ে দেয় মেরিনার্স।

সারাবাংলা/এমআরপি/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর