Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়রদের অধ্যায় এখনই শেষ হয়ে যায়নি: সুজন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২২ ২১:১৪

মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকেও। সাকিব আল হাসানও দলে নেই, তবে সাকিব অবশ্য আগেই ছুটি নিয়েছিলেন। তাহলে কী টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ, মুশফিকদের অধ্যায় শেষ? তেমনটা মনে করছেন না টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তরুণদের বাজিয়ে দেখতেই সিনিয়রদের দলে রাখা হয়নি বলেছেন তিনি।

বিজ্ঞাপন

টানা বাজে পারফর্মের কারণে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সারিয়ে দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। পরে তাকে জিম্বাবুয়ে সিরিজের দলেও রাখা হয়নি। হজ্ব পালন শেষে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মুশফিকুর রহিমও নেই জিম্বাবুয়ে সিরিজে। মাহমুদউল্লাহর জায়গায় জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব পেয়েছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

আজ সোমবার (২৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে নতুন, পুরনো অধিনায়কসহ দলের সব সদস্যদের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়োজনের এক ফাঁকে খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের বলেছেন, সিনিয়রদের নাম এখনই বাতিলের খাতায় উঠেনি।

তিনি বলেন, ‘একটা না একটা সময় আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। সেটাতো একটা বড় ব্যাপার। কিন্তু ট্রানজিশন পিরিয়ড যে এখনই শুরু হয়ে গেছে আমি সেটা বলব না। আমরা বিশ্বাস করি সিনিয়রদের এখনো অ্যাবিলিটি আছে। আমি মনে করি জুনিয়রদের ঠিক মতো তুলে ধরা আমাদের কাজ।’

জুনিয়রদের বাজিয়ে দেখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছেন তিনি। সুজন বলেন, ‘এই একটা ফরম্যাটে অনেকে বলেছিল পরীক্ষা নাকি, আসলে এটা পরীক্ষা না। এই ফরম্যাটে আমরা এখনো নিজেদেরকে মেলে ধরতে পারিনি। বেসিক্যালি রিয়াদ, মুশফিক স্কোয়াড থেকে বাদ হয়ে গেল, কিংবা সাকিব বাদ হয়ে গেল এটা না, আমার মনে হয় যে আমরা কিছু ছেলেদের দেখতে চাই। তাদের সেরা জায়গাগুলোতে খেলিয়ে তাদের দেখতে চাই তারা কি করে। আমরাতো এদের সম্পর্কে জানি, সিনিয়রদের সম্পর্কে আমাদের জানা আছে তারা কি পারে না পারে।’

তরুণদের পর্যাপ্ত সুযোগ দিলে তবে তাদের সামর্থটা ঠিকভাবে বুঝা যাবে। টিম ম্যানেজমেন্ট পর্যাপ্ত সুযোগের নিশ্চয়তা দিতে চায় বললেন সুজন, ‘একটা ছেলেকে আমরা সুযোগ দিলাম বা এক ইনিংস সুযোগ পেল, মুনিম শাহরিয়ারের কথা যদি বলি দুটা টি-টোয়েন্টি সিরিজে মাত্র দুটা ম্যাচ খেলেছে। একটাতে ইনজুরি ছিল আরেকটা পারফরম্যান্সের কারণে। আমার মনে হয় যে পুরো সিরিজটাই খেলার সুযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের জন্য। প্লেয়ারদের একটা ম্যাচ খেলার পর গ্যাপ দিয়ে আরেকটা ম্যাচ খেলিয়ে আপনি জাজ করতে পারবেন না। জাজমেন্টের জন্য সময় দেওয়া দরকার।’

বিজ্ঞাপন

তারুণ্যনির্ভর বাংলাদেশ মাঠে নামবে ৩০ জুলাই। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ সেদিন। সিরিজের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে- ৩১ জুলাই ও ২ আগস্ট।

সারাবাংলা/এসএইচএস

খালেদ মাহমুদ সুজন টি-টোয়েন্টি মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর