আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বোমা বিস্ফোরণে আহত ৪
৩০ জুলাই ২০২২ ১৪:৪৩
শুক্রবার (২৯ জুলাই) কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া লিগ ম্যাচ চলাকালীন দর্শকসারিতে গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন দর্শক আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। স্টেডিয়ামে সে সময় টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। গ্রেনেড বিস্ফোরণের পর আহত চার দর্শককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘স্পাগিজা ক্রিকেট লিগে দুই দলের ম্যাচ চলাকালে বিস্ফোরণ হয়, এতে দর্শকসারিতে থাকা চারজন আহত হয়েছেন।’
চারজন দর্শক আহত হলেও কোনো খেলোয়াড় এবং কোচিং স্টাফের কেউ আহত হননি বলে জানা গেছে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার ঘণ্টাখানেক পর খেলা শুরুরও অনুমতি দেয়।
এই টি-টোয়েন্টি লিগে শাপুর জাদরান, দৌলত জাদরান, করিম জানাত, মোহাম্মদউল্লাহ নাজিবুল্লাহর মতো আফগানিস্তানের বেশ কজন পরিচিত ক্রিকেট তারকা খেলছেন।
স্পাগিজা ক্রিকেট লিগটি পুরোপুরিই কাবুলে অনুষ্ঠিত হয়ে থাকে। যে ম্যাচে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেটি ছিল টুর্নামেন্টের ২২তম ম্যাচ। এখনও টুর্নামেন্টে লিগ পর্বের ছয় ম্যাচ, তিনটি প্লে-অফ এবং ফাইনাল বাকি আছে।
সারাবাংলা/এসএস