মোসাদ্দেক আগুনে পুড়ছে জিম্বাবুয়ে
৩১ জুলাই ২০২২ ১৭:২৫
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ফিল্ডিং করতে নেমে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর তৃতীয় ওভারে বল হাতে এসে তুলে নেন আরও একটি উইকেট। এতেই মাত্র ৬ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর তুলে নেন আরও একটি উইকেট। জিম্বাবুয়ে ২০ রানে হারায় ৪ উইকেট।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হেরে একাদশে দুই পরিবর্তন আনে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
ইনিংসের প্রথম বলেই জিম্বাবুয়ের ওপেনার রেগিস চাকাবাহকে ফেরান মোসসাদ্দেক হোসেন। অফ স্ট্যাম্পের বেশ বাইরের বল তাড়া করে খেলতে গিয়ে উইকেটের পেছনে থাকা নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দি হন চাকাবাহ। এরপর ওভারের শেষ বলে ফেরান ওয়েসলি মাধেভেরকেও।
প্রথম ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা ওয়েসলি মাধেভেরকে এবার আর জ্বলে উঠতে দেননি মোসাদ্দেক। প্রথম ওভারের শেষ বলটি কভার পয়েন্টের উপর দিয়ে মারতে গিয়েছিলেন মাধেভের। তবে কভার পয়েন্টে থাকা মাহেদি হাসানের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৫ বলে ৪ রান করেন তিনি।
এক ওভার বিরতির পর আবারও বল হাতে আসেন মোসাদ্দেক। তৃতীয় ওভারের তিন নম্বর বলে লিটন দাসের তালুবন্দি করান ক্রেইগ আরভিন। মোসাদ্দেকের তৃতীয় শিকার হয়ে ফেরেন আরভিন। জিম্বাবুয়ে মাত্র ৬ রানে হারায় তৃতীয় উইকেট।
তবে সেখানে থামেননি মোসাদ্দেক। নিজের তৃতীয় ওভার এবং দলের পঞ্চম ওভারে আবারও বল হাতে আসেন এই স্পিনার। এসেই ফেরান শন উইলিয়ামস । ৫ম ওভারের চতুর্থ বলে নিজেই ক্যাচ ধরেন শন উইলিয়ামসের। এতেই মাত্র ২০ রানে ৪ উইকেট হারায় শন উইলিয়ামস। মোসাদ্দেক হোসেন ৩ ভোয়ারে ১৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট।
এই রিপোর্ট লেখা অবধি জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ৪ উইকেটে ২০ রান। সিকান্দার রাজা ৬ আর শুম্বা ০ রানে অপরাজিত আছেন।
সারাবাংলা/এসএস
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি মোসাদ্দেক হোসেন সৈকত