জিম্বাবুয়ে সিরিজ শেষ সোহানের
১ আগস্ট ২০২২ ০০:২২
মাত্রই টি-টোয়েন্টি অধিনায়কত্বের গুরু দায়িত্বটা পেয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু তরুণ উইকেটরক্ষক ব্যাটারের ভাগ্য সহায় হলো কই! আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে খেলা হবে না তার।
জিম্বাবুয়েকে আজ ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচে উইকেটকিপিংয়ের সময় আঙুলে চোট পান সোহান। পেসার হাসান মাহমুদের বল ধরতে গিয়ে চোট পান তিনি।
ম্যাচ শেষে এক্স-রে করানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মুজাদ্দেদ আলফা স্যানি জানান, এক্স-রে’তে সোহানের আঙুলে চিড় ধরা পড়েছে। এমন ইনজুরি কাটিয়ে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগে।
অর্থাৎ জিম্বাবুয়ে সিরিজের বাকি অংশে আর মাঠে নামা হচ্ছে না সোহানের। বাংলাদেশ-জিম্বাবুয়ে শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২ আগস্ট। প্রথম দুই ম্যাচ শেষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। অর্থাৎ তৃতীয় ম্যাচে সিরিজ নির্ধারণ হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অধিনায়ককেই পাচ্ছে না বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেটাও খেলতে হবে সোহানকে ছাড়া।
সারাবাংলা/এসএইচএস