Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরিনহোর সঙ্গে আমার কোনো বিরোধ নেই: পগবা


২৩ এপ্রিল ২০১৮ ১৮:৫৪

সারাবাংলা ডেস্ক ।।

ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা এবং দলের কোচ হোসে মোরিনহোর মধ্যে টানাপোড়েন চলছিল, ইংলিশ প্রচারমাধ্যম ব্যাপারটা নিয়ে কম হইচই করেনি। পগবার পারফরম্যান্স নিয়ে সরাসরিই সমালোচনা করেছিলেন ইউনাইটেড কোচ। যে কারণে ক্লাবে টিকে থাকার ব্যাপারেও পগবাকে নিয়ে নানা গুঞ্জন উঠেছিল। তবে সব গুঞ্জন পেছনে রেখে পগবা জানিয়েছেন, কোচের সঙ্গে কোনো বিরোধ নেই তার।

এই বছরের শুরু থেকেই টানা বেশ কয়েকটি ম্যাচে পুরো সময় খেলানো হয়নি পগবাকে। যা নিয়ে অবশ্য পগবা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে শুরুর একাদশের জায়গাটা শক্তপোক্ত করতে পগবাকে যে আরো দৃঢ় হতে হবে, সেটা জানিয়েছেন কোচ মরিনহো।

কোচের মতামতকেই অবশ্য উপরে রাখতে চান পগবা। ফ্রান্স টিভি চ্যানেল ক্যানেল প্লাসকে দেয়া এক সাক্ষাৎকারে পগবা বলেন, ‘তিনি কোচ, মতামতটাও দেবেন তিনি। আমি খেলোয়াড়, আমাকে সব মেনে নিয়ে মাঠের দায়িত্ব দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে।’

২০১৬ সালে ট্রান্সফার মৌসুমে রেকর্ড ট্রান্সফার ফিতে (৮৯ মিলিয়ন ইউরো) ইউনাইটেডে যোগ দিয়েছিলেন পগবা। গত মৌসুমে লিগ কাপ এবং ইউরোপা লিগ জিততেও দলকে সহায়তা করেছেন এই তারকা মিডফিল্ডার। নিয়মিত একাদশে আগে জায়গা পেলেও গত কয়েকমাসে সুযোগ মিলছে না। যে কারণে অসন্তোষ প্রকাশ করেছেন ফ্রান্স ম্যানেজার দিদিয়ের দেশ্যমও।

ইউনাইটেড কোচ অবশ্য গত ফ্রেব্রুয়ারিতে মাঝমাঠে আস্থা রাখবে এমন একজন মিডফিল্ডার খোঁজার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। এ থেকে অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল পগবাকে ছাড়ছেন মরিনহো। পগবাকে দলে নেয়ার প্রস্তাব দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। এর আগে জানুয়ারিতেই অবশ্য পগবার এজেন্ট তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছিলেন গার্দিওলা। কিন্তু পগবা বলছেন অন্য কথা। দলবদলের চিন্তা নাকি এখনই করছেন না এই মিডফিল্ডার, ‘মরিনহো আমাকে অধিনায়ক বানিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো এতোবড় ক্লাবের দায়িত্বটাও আমাকে দিয়েছিলেন।’

বিজ্ঞাপন

আপাতত ইউনাইটেডকে নিয়েই ভাবতে চাইছেন এই মিডফিল্ডার, ‘বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে আছি এবং বর্তমান নিয়েই ভাবছি। আমরা এফএ কাপের ফাইনাল খেলবো; সামনে বিশ্বকাপও আছে। তাই ট্রান্সফারের বিষয়টা আপাতত মাথায় রাখছি না।’

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর