ওয়েস্ট ইন্ডিজে ‘এ’ দলের পারফরম্যান্সে খুশি অধিনায়ক মিঠুন
১৪ আগস্ট ২০২২ ১৭:৫৪
বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের পারফরম্যান্সে তিনি খুশি। ম্যাচ জেতা সম্ভব না হলেও ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ ছিল উর্ধ্বমুখী, বলেছেন হেড কোচ মিজানুর রহমান বাবুল।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে দ্বীপরাষ্ট্রতিতে উড়াল দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এখন পর্যন্ত দু’দলের চার দিনের দুটি আনঅফিসিয়ালি ম্যাচ শেষ হয়েছে, বাংলাদেশ তাতে জিতেনি একটিও। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মুখেই পরেছিল বাংলাদেশ ‘এ’ দল। হার উকি দিচ্ছিল সফরকারীদের সামনে, বৃষ্টিতে ম্যাচের অনেকটা সময় ভেস্তে গেলে হারতে হয়নি।
দ্বিতীয় ম্যাচে এক সাইফ হাসান ছাড়া বলার মতো ইনিংস খেলতে পারেননি কেউ। সাইফ একাই ১৪৫ রান করেছেন। বাকিদের ব্যর্থতায় বাংলাদেশ থেমে যায় ৩০০ রানেই। পরে ৫ উইকেটেই ২৭৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ সেখানেই শেষ হয়ে যায়।
বোলিংয়ে অবশ্য মৃত্যুঞ্জয় চৌধুরী নতুন বলে ভালো বোলিং করেছেন। অফস্পিনার নাঈম হাসান সাফল্য পেয়েছেন। সাদা পোশাকে দুই ম্যাচের সিরিজ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানালেন, দলের পারফরম্যান্সে তিনি খুশি।
মিঠুন বলেন, ‘আসলে এটা তো আমাদের কাছে একদমই নতুন কন্ডিশন। এখানে সবকিছুই আমাদের জন্য ছিল বিরুদ্ধ। আমরা বাংলাদেশ ধেকে যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, অবশ্যই আমাদের জেতার ইচ্ছে ছিল, তবে পরিবেশ ওইরকম ছিল না। তার পরও, সব মিলিয়ে বলব আমাদের যে লক্ষ্য ছিল, তা পুরোপুরি পূরণ না হলেও আমি বেশ খুশি।’
দ্বিতীয় ম্যাচের উইকেট ব্যাটিংসহায়ক ছিল। মিঠুন বলেছেন অমন উইকেটে ম্যাচের ফল বের করা সহজ নয়, ‘আসলে সত্যি কথা বলতে, উইকেটের ওপরে অনেক কিছু নির্ভর করে, ফল হওয়া বা না হওয়া। আমার কাছে মনে হয়নি দ্বিতীয় ম্যাচের উইকেটে ফলাফল সম্ভব। বৃষ্টিতে যদিও পুরো খেলা হয়নি, তবে পুরো খেলা হলেও আমার মনে হয় ড্রয়ের দিকেই যেত।’
কোচ মিজানুর রহমান বাবুলের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচেই ছেলেরা ভালো ব্যাট করেছে। ৩০০ রান করেছে, নতুন বল খেলার সমস্যাটা কেটেছে। সাদমান নতুন বল পার করে দিয়েছে। জয় বাজে সময়ে ছিল, এখানে রান মাত্র ১৭ করলেও নতুন বল কাটিয়ে দিয়েছে। এরপর সাইফ দুর্দান্ত ব্যাটিং করেছে, তিনশর ওপরে বল খেলে ১৪৭ রান করেছে। উন্নতির ধারাবাহিকতা দেখা গেছে। আমরা ইনিংস ঘোষণা করেছি, এটাও ভালো ব্যাপার ছিল।’
বোলিং ডিপার্টমেন্ট নিয়ে তিনি বলেন, ‘বোলিংয়ে আমরা আগের ম্যাচের চেয়ে অনেক ভালো করেছি। মৃত্যুঞ্জয় নতুন বলে ভালো করেছে, ২ উইকেট নিয়েছে। আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে, এই উইকেটে স্পিনারদের আমরা খেলাব। বাঁহাতি স্পিনার তানভিরকে আমরা খেলিয়েছি, যেন ভবিষ্যতে এরকম উইকেটে দরকার হলে সে খেলতে পারে। সে নিজের স্কিল দেখিয়েছে। উইকেট না পেলেও ভালো জায়গায় বল রেখেছে। নাঈম দুই ম্যাচেই অনেক ভালো করেছে।’
সারাবাংলা/এসএইচএস