Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ক্রিকেটারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২২ ১৫:০১

১৫ আগস্ট, বাঙালি জাতীর জন্য শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করেছিল ঘাতকের দল। পুরো জাতি শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় আজ স্মরণ করছে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য শহীদদের। জাতীর পিতাকে স্মরণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররাও।

আজ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানান কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীর পিতাকে হারানোর দিনে আজ বিসিবি কার্যালয়ে পবিত্র কোরআন তিলাওয়াত, বিশেষ মোনাজাতের পাশাপাশি ৪ হাজার মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচী হাতে নিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

জাতীর পিতাকে শ্রদ্ধা জানিয়ে বিসিবির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা হয়েছে, ‘যিনি না থেকেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছেন মৃত্যুঞ্জয়ী হয়ে, সেই বঙ্গবন্ধু আজও আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা। জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘এই দিনে পৃথিবী হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন এবং নিশ্চিত করেছিলেন যেন আমরা সবাই সগর্বে বলতে পারি যে এই দেশটি আমার। জাতীয় শোক দিবসে সমগ্র জাতির সাথে আমরাও সমবেদনা প্রকাশ করছি।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’

বিজ্ঞাপন

সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমাদের দেশের জন্য জাতির পিতার আত্মত্যাগ ও অবদানের কথা আমরা কোনোদিনও ভুলবো না। আমরা শোকাহত।’

স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিশে আছেন আমাদের অনুভূতি ও অন্তরাত্মায়। জাতীয় শোক দিবসে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা। বাঙালির মৃত্যুঞ্জয়ী চেতনায় বেঁচে আছেন তিনি, এবং বেঁচে রবেন।’

সারাবাংলা/এসএইচএস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর