Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের কোচিং স্টাফে যুক্ত হলেন শ্রীরাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২২ ১৫:২১

টি-টোয়েন্টি দলের কোচিং স্টাফে পরিবর্তন আসছে এমন আভাস পাওয়া যাাচ্ছিল। শোনা যাচ্ছিল, ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে টি-টোয়েন্টি দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। শ্রীরাম কোচিং স্টাফে যুক্ত হলেন ঠিকই, তবে হেড কোচ হিসেবে নয়। আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি গুলশানের বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। এবং সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে অ্যাজ অ্যা টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।’

বিজ্ঞাপন

শ্রীরাম ভারতের ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেও আন্তর্জাতিক পর্যায়ে সুবিধা করতে পারেননি। ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলেছেন তিনি। ক্রিকেট ছাড়ার পর কোচিং শুরু করেন। অস্ট্রেলিয়ার স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন স্পিনিং এই অলরাউন্ডার। আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এসব অভিজ্ঞতার কারণে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানালেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘কতগুলো বিবেচনায় তাঁকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাঁকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

শোনা যাচ্ছিল, শ্রীরামকে টি-টোয়েন্টি দলের হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে আর রাসেল ডমিঙ্গো আপাতত ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব পালন করবেন। কিন্তু শ্রীরাম পেলেন অন্য দায়িত্ব। তাহলে টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব কি রাসেল ডমিঙ্গোই পালন করবেন?

বিসিবি সভাপতি জানালেন, আপাতত সেই সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘এটা আমরা এখনো ঠিক করিনি। ২২ তারিখ সবার সঙ্গে বসা হবে। বসে আমরা সিদ্ধান্ত নেব। অনেক পরিবর্তনই আসবে। একটা-দুটো জিনিস না।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হাসান পাপন বিসিবি শ্রীধরন শ্রীরাম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর