Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসেমিরোকে ক্রুস-মদ্রিচের আবেগঘন বিদায়ী বার্তা

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২২ ১৫:১৬

রিয়াল মাদ্রিদের মধ্যমাঠকে (ক্রুস-ক্যাসেমিরো-মদ্রিচ) কিছু আগেই বারমুডা ট্রায়েঙ্গেল বলে আখ্যায়িত করেছেন কার্লো আনচেলোত্তি। কারণ সেখানে বল গেলে প্রতিপক্ষে আর খুঁজে পায় না। তবে সবকিছুরই একটা শেষ আছে। এবার ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই মধ্যমাঠ ত্রয়ীকে বিদায় জানাতে হচ্ছে ভক্ত সমর্থকদের। রিয়ালের হয়ে সদ্যই চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং উয়েফা সুপার কাপ জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখাচ্ছেন কার্লোস হেনরিক ক্যাসেমিরো। রিয়ালের ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি করে লা লিগা, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক সাফল্যে বড় অবদান এই ত্রয়ীর। দীর্ঘদিনের মধ্যমাঠের সঙ্গীকে হারিয়ে আবেগাপ্লুত টনি ক্রুস এবং লুকা মদ্রিচ। প্রিয় সতীর্থকে দিয়েছেন আবেগঘন বার্তা।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষ হলো ক্যাসেমিরোর। ৩০ বছর বয়সী এই ফুটবলারের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডকে গুনতে হচ্ছে ৭২ মিলিয়ন ইউরো (৬০ মিলিয়ন পাউন্ড) এবং সেই সঙ্গে বোনাস হিসেবে ১২ মিলিয়ন ইউরো (১০ মিলিয়ন পাউন্ড)।

ব্রাজিলের সাও পাওলো থেকে ২০১৩ সালে রিয়ালে যোগ দেন কাসেমিরো। সময়ের সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেন তিনি। ক্লাবের অনেক সাফল্যের সাক্ষী এই মিডফিল্ডার। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তিনটি লা লিগা। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২২ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন কাসেমিরো।

জানা গেছে ইউনাইটেডের সঙ্গে এই চুক্তিতে চার বছর ওল্ড ট্রাফোর্ডে থাকবেন ক্যাসেমিরো আর এক বছর চুক্তি বৃদ্ধিও করতে পারবেন তিনি। সেখানে ক্যাসেমিরো প্রায় ১৮ মিলিয়নেরও বেশি বেতন পাবেন বছরে। যা রিয়াল মাদ্রিদের চেয়ে প্রায় ৭৫ শতাংশ বেশি। এছাড়া চ্যাম্পিয়নস লিগের খেলার টিকিট কাটতে পারলেই বাড়তে পারে তার বেতন।

মাঝমাঠে তাদের রাজত্ব অসংখ্য ম্যাচে গড়ে দিয়েছে পার্থক্য। মাঠের বাইরেও তিনজনের বন্ধুত্ব দারুণ। কাসেমিরোর বিদায়ে ক্রুস ও মদ্রিদের আবেগঘন খোলা চিঠিতে ফুটে উঠেছে তিনজনের সেই সম্পর্কের ছবিও।

ক্যাসেমিরোর বিদায়ে ভক্ত সমর্থকদের যেমন হৃদয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে তেমনই দীর্ঘদিনের বন্ধু মদ্রিচ এবং ক্রুসও ব্যথিত। তার বিদায়ে মদ্রিচ লিখেছেন—

“প্রিয় কাসে, ক্লাবের হয়ে তোমার অভিষেকের দিনটি এখনও মনে পড়ে আমার… কতটা নার্ভাস ছিলে তুমি! আমি তোমাকে বলেছিলাম শান্ত থাকতে। এখন এটা আমি ভাবি, আর দেখো, সবকিছু কীভাবে এগিয়েছে, কত কিছু অর্জন করেছো তুমি! আমারও সেটি ছিল ক্লাবে প্রথম মৌসুম এবং আমরা কেউই কল্পনা করতে পারিনি, ফুটবল আমাদের জন্য কী জমিয়ে রেখেছে। সত্যিকারের এক নেতা হয়ে উঠেছো তুমি। সতীর্থদের জন্য ও মাদ্রিদিসমোর জন্য তুমি উজাড় করে দিয়েছা নিজেকে। আমরা তোমাকে সবসময় মনে রাখব। একসঙ্গে অনেক কিছু জিতেছি আমরা। তবে যে মুহূর্তগুলি কেউ দেখে না, সেসবই আমি হৃদয়ে লালন করব। অনুশীলন মাঠে প্রতিদিনের কাজ, তোমার কৌতুকগুলি… কারণ তুমি সবসময়ই খুব ফুরফুরে মেজাজে থাকতে, এমনকি টেনশনের সময় এবং কখনও ভুল হলেও। তোমার সঙ্গে হাসি-মজার মুহূর্তগুলো আমাকে প্রশান্তি জুগিয়েছে। তোমার দিকে তাকালেই জানতাম, ভালো কিছু হবেই। দুনিয়ার সেরা সঙ্গী তুমি। তোমাকে অনেক মিস করব, তবে শুভ কামনাও জানাই। তোমার মতো একজন পেশাদার ও ব্যক্তিত্বের জন্য এমন কিছুই প্রাপ্য। সবকিছুর জন্যই ধন্যবাদ এবং শুভ কামনা, বন্ধু আমার!”

বিজ্ঞাপন

লিখতে ভুলেননি ক্রুসও। তিনি লেখেন—

“তোমার সঙ্গে প্রিয় কাসে, অস্থির না হয়ে থাকা ছিল অসম্ভব… যে কোনো পরিস্থিতিতেই। কারণ, এমনকি টার্কিশ বাথ নেওয়া সময়ও তুমি আমাদেরকে স্বস্তিতে থাকতে দিতে না। ওখানে তোমার সঙ্গে দেখা হওয়া মানে ারেক যন্ত্রণা; দেখা গেল যে তুমি কাউকে যেতে বলেছ, গিয়ে দেখল তুমি ততক্ষণে বাইক ও ভারত্তোলনের সরঞ্জাম প্রস্তুত করে রেখেছো! তোমার নতুন সতীর্থদের জন্য সতর্কতা, তাদের এটা জানা থাকা ভালো। কারণ, তোমার সঙ্গে টার্কিশ বাথও জিমে কসরত হয়ে যায়… এবং কেবল ‘সিট-আপ’ দেওয়ার সময়ই তুমি কাউকে বসার সুযোগ দেবে! আমি তোমাকে মিস করব। উদাহরণ হওয়ার মতো আদর্শ এক পেশাদার তুমি, শীর্ষ পর্যায়ের এক ফুটবলার। এমন এক যোদ্ধা, তুমি আমাকে বাঁচিয়েছো অনেক কিছু থেকে… তবে সবকিছু ছাপিয়ে, তুমি ভালো একজন মানুষ। একসঙ্গে আমরা ইতিহাস গড়েছি। আহ, কী অসাধারণ সময়….! এখন আমাদের খেলা জগতের পথটা আলাদা হয়ে গেল, তবে বন্ধুত্ব অটুট থাকবে। আমি তো,াকে নিশ্চিত করতে পারি তা। তোমার সাফল্য কামনা করি, দেখা হবে শিগগির। শুভ কামনা। তোমার টনি।”

সারাবাংলা/এসএস

ইউরোপিয়ান দলবদল কার্লোস ক্যাসেমিরো টনি ক্রুস ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ লুকা মদ্রিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর