Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলল ফিফা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২২ ০০:৪৫

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ওপর ফিফা যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা তুলে নিয়েছে। ফলে ফিফার সকল আয়োজনে ভারতের অংশগ্রহণে আর বাঁধা রইল না।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। গত মে মাসে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা। এআইএফএফে প্রশাসকদের একটি কমিটি (সিওএ) ঠিক করে দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। যা ছিল ফিফার নিয়মের পরিপন্থি, সেই কারণেই নিষেধাজ্ঞায় পরতে হয়েছিল।

বিজ্ঞাপন

গত সোমবার সুপ্রিম কোর্ট তিন সদস্যের সেই কমিটিকে সরিয়ে দিয়েছে। বিষয়টি অবহিত করে ফিফাকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেছিলেন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক সুনন্দ ধর। ফিফাও তাতে সাড়া দিল।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, সিওএ- এর কমিটিকে সরিয়ে দেওয়ার ফলে এআইএফএফ আবারও পুরো নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বলেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

ফিফা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে ভারতের অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনে আর বাঁধা থাকল না। আগামী ১১ থেকে অক্টোবর ভারতের অনুষ্ঠিত হওয়ার কথা টুর্নামেন্টটি।

সারাবাংলা/এসএইচএস

ফিফা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর