Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের বোলিং দিয়ে শুরু এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২২ ১৯:৫০

নানান জল্পনা কল্পনা শেষে শ্রীলংকার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বসেছে এবারের এশিয়া কাপ। শনিবার (২৭ আগস্ট) আয়োজক শ্রীলংকা এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ টি-টোয়েন্টির আসর। উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।

টস জিতে ব্যাটিং নেওয়া প্রসঙ্গে নবী বলেন, ‘এটা একদম নতুন উইকেট তাই আমরা রান তাড়া করার রিস্কটা নিচ্ছি। মাঝের দিকে আমাদের অনেক অলরাউন্ডার আছে।’

বিজ্ঞাপন

এদিকে শ্রীলংকার অধিনায়ক দাসুন শনাকা বলেন, ‘আমরাও টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতাম। আমাদের দুইজন পেসারের অভিষেক হবে আজকে।’

শ্রীলংকা একাদশ

দনুশ গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়াইনিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মদুশনাকা এবং ম্যাথিসা পাথিরানা।

আফগানিস্তান একাদশ

হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান এবং ফজলহক ফারুকি।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ টস শ্রীলংকা বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

দেশের বাইরে ‘বরবাদ’
১২ এপ্রিল ২০২৫ ২১:২০

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর