Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীতের প্রভাব এই ম্যাচে নেই: বাবর

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২২ ১৫:২৫ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ ১৫:২৭

রোববার (২৮ আগস্ট) দুবাইয়ে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি। আর এতেই সরগরম গোটা ক্রিকেট বিশ্বে। দুই দলের শেষ দেখায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ হাসি হেসেছিল পাকিস্তান। তবে সেই ম্যাচ এখন অতীতে, ওই ম্যাচ জয়ের কোনো প্রভাব এশিয়া কাপের এই ম্যাচে থাকছে না বলেই জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

গত বছর সংযুক্ত আরব আমিরাতেই বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো ভারতকে হারায় পাকিস্তান। তবে সময় পাল্টেছে আর পাল্টেছে টুর্নামেন্টও তাই ওই ম্যাচ থেকে কোনো আত্মবিশ্বাস নিতে চাচ্ছেন না বাবর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সত্যি বলতে, ওই ম্যাচটি (টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়) অতীতের। ওই ম্যাচের কোনো প্রভাব এশিয়া কাপের এই ম্যাচে পড়বে না।’

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে দলের পরিস্থিতি। পাকিস্তানের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদি চোটের কারণে ছিটকে গেছেন দল থেকে। এদিকে ভারতের দলেও নেই জাসপ্রিত বুমরাহ। পাল্টেছে ভারতের অধিনায়কও। বিশ্বকাপের পর ভারতের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি, তার জায়গায় দলের ভার উঠেছে রোহিত শর্মার।

বাবর বলেন, ‘এখন দলের অবস্থা এবং পরিস্থিতি বদলেছে। যদিও আমরা দল হিসেবে আত্মবিশ্বাসী কিন্তু ম্যাচের আগে আমরা বড়াই করে কিছুই বলব না। আমরা মাঠে প্রমাণ করতে চাই। অধিনায়ক হিসেবে আমি আমার শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত আছি।’

ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ সবসময় বাড়তি উত্তেজনা ছড়ায়। আর গোটা বিশ্ব এই ম্যাচের দিকেই নজর রাখে। দুই দেশের মধ্যে রাজনৈতিক কারণে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। তবে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে দেখা হয় ভারত এবং পাকিস্তানের। এবার এশিয়া কাপে দুই দলের মধ্যকার ম্যাচের আগেও ছড়াচ্ছে উত্তেজনা।

বিজ্ঞাপন

এই ব্যাপারে বাবর বলেন, ‘বিশ্বের সকল ক্রিকেটপ্রেমী এই লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। আমরা ক্রিকেটার হিসেবেও এই ম্যাচে খেলতে পেরে অনেক উদ্যমী থাকি। দুই দলই নিজেদের সর্বোচ্চ দিয়েই সমর্থকদের খুশি করার চেষ্টা করে। দুই দলের খেলোয়াড়ই একে অন্যের সঙ্গে কথা বলতে সবকিছু ভাগাভাগি করতে অনেক আগ্রহী থাকি।’

বাংলাদেশ সময় রোববার রাত ৮টায় মাঠে নামছে ভারত পাকিস্তান।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ টপ নিউজ বাবর আজম বিরাট কোহলি ভারত বনাম পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর