Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা কাউকে ডরাই না’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২২ ১৯:৪৫

এশিয়া কাপ টি-টোয়েন্টি মাঠে গড়িয়েছে গত ২৭ আগস্ট, তবে বাংলাদেশকে মাঠে নামতে আরও দুদিন অপেক্ষা করতে হচ্ছে। ৩০ আগস্ট প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান। মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বললেন, আমরা কাউকে ডরাই না।

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তানের এশিয়া কাপের সূচনাটা হয়েছে দুর্দান্ত। গতকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে আফগানরা। প্রথমে বোলিং করে লংকানদের মাত্র ১০৫ রানে গুটিয়ে দিয়ে পরে ৫৬ বল হাতে রেখে আট উইকেটে জিতেছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

আফগানিস্তানের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আগে থেকেই প্রশংসা ঝড়ে। পুরো বোলিং ডিপার্টমেন্ট একসঙ্গে জ্বলে উঠলে আফগানরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে লংকানদের বিপক্ষে প্রথম ম্যাচে সেটা তারা ভালোভাবেই দেখিয়েছে।

অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থা নাজুক। সর্বশেষ ১৫ ম্যাচের মাত্র দুটিতে জয় পাওয়া বাংলাদেশ দলের অধিনায়ক, কোচও পাল্টেছে কিছুদিন আগে। টপ অর্ডার ভন্ডুর, পাওয়ার হিটিংয়ের দুর্বলতা পূরনো। এমন অবস্থায় দুর্দান্ত আফগানিস্তানের মুখোমুখি হওয়াটা বাংলাদেশের জন্য কঠিনই হবে মনে করছেন অনেকে। বিসিবি বস অবশ্য সেভাবে ভাবছেন না। সরাসরিই বলে দিলেন, আমরা কাউকে ভয় পাই না, এটা হলো বড় কথা।

এশিয়া কাপ দেখতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতেই আছেন বোর্ড প্রধান। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘দলের সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত। সব সময় বলেছি আফগানিস্তানকে ছোট করে দেখা যাবে না। টি-টোয়েন্টি ওরা খুব শক্তিশালী।’

বিজ্ঞাপন

পাপন বলেন, ‘তবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে দেখে চাঙা ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমরা কাউকে ভয় পাই না, এটা হলো বড় কথা। আমরা প্রথম ম্যাচটাই জিততে চাই। যাতে টুর্নামেন্টে একটা ভালো অবস্থানে থাকা যায়।’

আফগানদের হারিয়ে দিতে পারলে পরবর্তী সব ম্যাচেই জেতা সম্ভব মনে করছেন পাপন, ‘প্রত্যেকটা ভালো দল। আমাদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ, আমরা এটার ওপরেই মনোযোগ দিচ্ছি। এটা যদি আমরা জিতে যাই, তাহলে শ্রীলঙ্কার সাথেও জিতবো, সবগুলোই জিতবো ইনশাআল্লাহ্।’

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ নাজমুল হাসান পাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর