Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-১০ ক্রিকেটে তামিম-তাণ্ডব


১৬ ডিসেম্বর ২০১৭ ১৩:২৮ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৭ ২০:১২

সিনিয়র করেসপন্ডেন্ট

শুনানির কারণে খেলতে পারেননি প্রথম ম্যাচে। এক দিন পরেই শারজায় উড়ে গেছেন তামিম ইকবাল। বাকিটা যেন ‘এলেন, দেখলেন আর জয় করলেন’ । টি-১০ লিগে কাল নিজের প্রথম ম্যাচেই ২৭ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে পাখতুনসকে জয় পাইয়ে দিয়েছেন তামিম।

১০ ওভারের ম্যাচ, তাই শুরু থেকেই দারুণ আগ্রাসী ছিলেন তামিম। ৫৬ রানের মধ্যে ৪৪ রানই এসেছে বাউন্ডারি থেকে, মেরেছেন পাঁচ চার ও চার ছয়। তামিমের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১০ ওভারে ১১১ রান করতে পেরেছে পাখতুনস। টিম শ্রীলঙ্কা অবশ্য এই রান তাড়া করতে নেমে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি। ১০ ওভারে শেষ পর্যন্ত করতে পেরেছে ৮৪, তামিমের দল পেয়েছে ২৭ রানের সহজ জয়। ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তামিম।

তামিম পারলেও কাল পারেনি সাকিবের দল কেরালা কিংস। সাকিব আল হাসান নিজেও ব্যর্থ ব্যাট-বল হাতে। প্রথম ১০ ওভারে ১১১ রান তুলেছিল কেরালা, সেখানে সাকিবের অবদান অবশ্য ৬ বলে ৭ রান। কিন্তু বল হাতেও সুবিধা করতে পারেননি, এক ওভার বল করে দিয়েছেন ১৪ রান। এক ওভার বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে সেই রান টপকে গেছে পাঞ্জাব লিজেন্ডস।

সারাবাংলা/এএম/এমআরপি/১৬ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর