Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নখকামড়ানো উত্তেজনা শেষে ভারতের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২২ ০০:১৫

১৪৭ রানের মাঝারি পুঁজি নিয়েই ভারতকে বেশ চেপে ধরেছিল পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে মাঝের ওভারগুলোতে প্রভাব বিস্তার করেছেন পাকিস্তানি বোলাররা। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ জিততে পারে যে কোনো দলই। তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে নখকামড়ানো উত্তেজনা শেষে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত।

রোববার (২৯ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আগে বোলিং করে পাকিস্তানকে ১৪৭ রানে আটকে রেখেছিল ভারত। পরে ২ বল হাতে রেখে জয়ের জন্য ১৪৮ রান তুলে ফেলে রোহিত শর্মার দল।

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তানের মাঠের লড়াই নিয়ে বিশ্বজুড়ে ক্রিকেটভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়টা সেই আগ্রহ বুঝি আরও বাড়িয়ে দিয়েছিল। হাইভোল্টেজ এই লড়াইয়ের আগে দলের সেরা বোলার শাহিন শাহ আফ্রিদিকে হারিয়েছে পাকিস্তান। ছিটকে যান দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ ওয়াসিমও। তবে তাদের বদলে দলে যারা সুযোগ পেয়েছেন তারাই কাঁপিয়ে দিয়েছেন ভারতকে।

আধুনিক টি-টোয়েন্টিতে ১৪৭ রান মোটেও বড় সংগ্রহ নয়। তাছাড়া শারজার উইকেটও ভালো ছিল। কিন্তু এই পুঁজি নিয়েই দুর্দান্ত লড়াই করেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ খেলতে নামা নাসিম শাহ ইনিংসেই দ্বিতীয় বলেই লোকেস রাহুলের স্ট্যাম্প উপড়ে ফেলেন। তার বিপক্ষে তিনে নামা বিরাট কোহলিও শুরুতে নড়বড়ে ছিলেন। নাসিমের বলে স্লিপে একবার ক্যাচও দেন কোহলি। তবে ক্যাচ নিতে পারননি ফখর জামান।

শুরুর ধাক্কার পর ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান অধিনায়ক রোহিত শর্মা দলকে টানছিলেন। দ্বিতীয় উইকেটে ৪৯ রান তুলে ধাক্কা কাটিয়ে তুলেছিলেন দুজন। কিন্তু ৩ রানের ব্যবধানে কোহলি (৩৪ বলে ৩৫) ও রোহিতকে (১৮ বলে ১২) ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন পাকিস্তান স্পিনার মোহাম্মদ নাওয়াজ। ভারতের ৮৯ রানের মাথায় নাসিম শাহ সূর্যকুমার যাদবের স্ট্যাম্প উপড়ে দিলে আরও চাপে পরে ভারত।

বিজ্ঞাপন

ব্যাটিং অর্ডারে এগিয়ে চার নম্বরে ক্রিজে আসা রবীন্দ্র জাদেজা ও হার্দিক পান্ডিয়া তারপর দাঁড়িয়ে যান দুর্দান্তভাবে। উইকেট আগলে রেখে এগিয়েছেন দুজন। শেষ দিকের সমীকরণ অবশ্য কঠিনই হয়ে পরেছিল। শেষ পাঁচ ওভারে ৫১ রান লাগত ভারতের। তবে পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে কঠিন কাজটা পারি দিতে পেরেছে ভারত। শেষ ওভারে অবশ্য অল্প নাটকীয়তাও হলো।

শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৭ রান। মোহাম্মদ নাওয়াজকে হাঁকাতে গিয়ে প্রথম বলেই বোল্ড জাদেজা। পরের দুই বল থেকে আসে ১ রান। অর্থাৎ শেষ তিন বলে ৬ রান করতে হতো ভারতকে, টানটান উত্তেজনা। তবে চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ভারতের জয় নিশ্চিত করেছেন পান্ডিয়া। শেষ পর্যন্ত ১৭ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৩ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে জাদেজা ২৯ বলে ৩৫ রান করে ফিরেছেন।

এর আগে টস জিতে বোলিং করতে নেমে শুরুতেই পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছিল ভারত। তৃতীয় ওভারে পাকিস্তানের মূল স্তম্ভ বাবর আজমকে ফেরান ভুবনেশ্বর কুমার। তারপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে দলটি। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অনেকক্ষণ ক্রিজে থেকেছেন। তবে বলের সঙ্গে পাল্টা দিয়ে রান তুলতে পারেননি তিনি। সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪২ বলে করেছেন ৪৩ রান।

১২৮ রানে নবম উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। সেখান থেকে ১৪৭ রান পর্যন্ত যাওয়াতে বড় অবদান দশম ব্যাটার শাহনেওয়াজ দাহানির। মাত্র ৬ বলে ২ ছয়ে ১৬ রান করেছেন তিনি। এছাড়া অপর বোলার হারিস রউফ ৭ বলে ১৩ ও ইফতিখার আহমেদ ২২ বলে ২৮ রান করেছেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমরার ৪ ওভারে ২৪ রানে চার উইকেট নিয়েছেন। হার্দিক পান্ডিয়া ৪ ওভারে ২৫ রানে তিন উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর