স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকাঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শেষ চার নিশ্চিত করেছে আগেই। সেমিতে প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার অপেক্ষায় ছিল। সেটাও হয়ে গেল। নাটকীয়ভাবে জয় পেয়েছে কিরগিস্তান। তাই শেষ চারে বাংলাদেশ পেলো কিরগিস্তানকে।
আজ মঙ্গলবার (২৪ এপ্রিল) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে গ্রুপ বি তে তুর্কেমিনিস্তানের বিপক্ষে ৩-২ সেট ব্যবধানে নাটকীয়ভাবে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিরগিস্তান।
তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে গ্রুপ চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৫ এপ্রিল) দুপুর তিনটায় একই ভেন্যুতে।
এদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মালদ্বীপ। গ্রুপ এ থেকে রানারআপ হয়ে সেমিতে পা রেখেছে নেপালও। আর দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তুর্কেমিনিস্তানও।
এদিকে গ্রুপ বি তে উজবেকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নেপালকে পাচ্ছে। বাংলাদেশ পাচ্ছে কিরগিস্তানকে। তুলনামূলক দুর্বল দলকেই পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ফাইনালের পথে শুধু একটা একটা ধাপই বাকী থাকলো।
বুধবার সেমি ফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপরের দিন বিশ্রামে রেখে শুক্রবার (২৭ এপ্রিল) তৃতীয় স্থান নির্ধারণী ও বিকাল ৩ টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জেএইচ/এসএন