একজন জেনুইন অলরাউন্ডার আধুনিক ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। দলে একজন জেনুইন অলরাউন্ডার থাকলে যেকোনো সময় একজন বাড়তি বোলার বা বাড়তি ব্যাটার খেলানোর সিদ্ধান্ত নিতে পারে দল। অলরাউন্ডাররা কিভাবে ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে একদিন আগেই সেটা দেখালেন ভারতের হার্দিক পান্ডিয়া।
এশিয়া কাপের ম্যাচে ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করে পাকিস্তানকে প্রায় একাই হারিয়ে প্রসংশায় ভাসছেন ভারতীয় তারকা। হার্দিক প্রসঙ্গে কথা উঠলে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম বললেন, আমাদেরও একজন সাকিব আল হাসান আছেন।
কাল এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঝারি সংগ্রহের ম্যাচে বল হাতে ২৫ রানে তিন উইকেট নেওয়ার পর বিপদের মুখে ব্যাট হাতে ১৭ রানে অপরাজিত ৩৩ রান করেন হার্দিক পান্ডিয়া। ম্যাচে দুই দলের পার্থক্য নির্ধারণ হয়েছে সেখানেই। বাংলাদেশ দলে পান্ডিয়ার মতো একজন অলরাউন্ডারের অভাব কতটা- এমন প্রশ্ন করা হয়েছিল শ্রীরামের কাছে।
ভারতীয় কোচ স্মরণ করিয়ে দিলেন আমাদের সাকিব তো আছে, ‘অলরাউন্ডারের ভূমিকা টি-টোয়েন্টিতে অনস্বীকার্য…হার্দিক পান্ডিয়া-বেন স্টোকসের মতো ক্রিকেটার তো বেশি আসে না। এমন অলরাউন্ডার দলে ভারসাম্য আনে। কখনো একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারবেন, কখনো বোলার। কোথায় যেন পড়লাম, ভারত দলে ১২ জন খেলছে। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার আছে বলেই তো। তবে আমাদেরও সাকিব আছে। ৪ ওভার বোলিং করতে পারে, টপ অর্ডারে ব্যাটিং করে।’
বাংলাদেশ দলের কোচিং করতে এসে অল্প সময়ের মধ্যেই সাকিবের যেন ভক্ত হয়ে গেছেন শ্রীরাম! নিজের প্রথম সংবাদ সম্মেলনেই সাকিবকে প্রসংশায় ভাসিয়েছিলেন। শ্রীলরামের কথায় আজও ফুটে উঠল সাকিবভক্তি।
বলেছেন, ‘সাকিব বুদ্ধিমান ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে মানিয়ে নিতে প্রতিনিয়ত উন্নতি করতে হবে। এই কাজটায় সাকিব দারুণ। যারা লম্বা সময় ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছে, এর পেছনে “সিক্রেট”একটাই—তারা নিজেদের খেলায় উন্নতিটা ধরে রাখে। উন্নতির মধ্য দিয়েই বোলার বা ব্যাটসম্যানকে হারাতে থাকে। যদি সে এটা করে, এর কৃতিত্ব তারই। এই জন্যই সে ভালো একজন খেলোয়াড়।’
আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আফগান লড়াই সামনে রেখে আজ অনুশীলনের ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ দল।