Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণদের স্বাধীন মনে খেলতে দিতে চান শ্রীরাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২২ ০০:৫৯

বাংলাদেশ টি-টোয়েন্টি দল এখন অনেকটাই পরিবর্তিত। অধিনায়ক পাল্টেছে, কোচ পাল্টেছে। ওপেনিং পজিশনেও ওলট পালট। অভিজ্ঞদের ছাপিয়ে টি-টোয়েন্টি দলে এখন তরুণদেরই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলছেন, তরুনদের স্বাধীনভাবে খেলতে দিতে চান তিনি।

এই সংস্করণে বাংলাদেশ কখনোই ভালো দল ছিল না। অথচ গত কয়েক বছর ধরে টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। বোর্ডও তাই এই ফরম্যাটে ভালো করতে মরিয়া। নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর নতুন পরিকল্পনার অংশ হিসেবেই তরুণদের স্বাধীনভাবে খেলতে দেওয়ার পক্ষে শ্রীরাম।

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। আজ ঐচ্ছিক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকে শ্রীরাম গণমাধ্যমকে বলছিলেন, ‘আমরা ওদের স্বাধীনতা নিয়ে খেলার সুযোগ দেব। এটা নিয়ে কথা বলছি। বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই। মাঠে যাওয়া, আত্মবিশ্বাসী থাকা, নিজেদের প্রকাশ করা ও কাজটা করে যাওয়া—এগুলোই আসল।’

অভিজ্ঞদেরকেও তাদের ভূমিকা বুঝিয়ে দেওয়া হয়েছে। দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার ‍মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে ‘খুবই গুরুত্বপূর্ণ অংশ’ বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীরামও মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে ইতিবাচক।

ভারতীয় এই কোচ বলেছেন, ‘মুশফিক ও মাহমুদউল্লাহর “ওয়ার্ক এথিকস” দুর্দান্ত। ওদেরকেও বলেছি এটি। একটা উদাহরণ তৈরি করেছে। এমনকি ঐচ্ছিক অনুশীলনেও তারা এসেছে। সব সময়ই দলে অবদান রাখতে চায়, কঠোর পরিশ্রম করে, নিজেদের কাজটা করে যায়। আমার মনে হয়, সফল হওয়ার জন‍্য যথেষ্ট ভালো তারা।’

অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে থাকা ওপেনার নাঈম শেখ শেষ মুহূর্তে ঢুকেছেন এশিয়া কাপের দলে। নুরুল হাসান সোহান চোটের কারণে ছিটকে পড়লে স্কোয়াডে ডাক পরে তার। আভাস মিলছে আফগানিস্তান ম্যাচে নাঈম হতে যাচ্ছেন বাংলাদেশের দুই ওপেনারের একজন।

তরুণ ওপেনারকে তার ভূমিকাটা বুঝিয়ে দেওয়া হয়েছে বললেন শ্রীরাম। নাঈমের প্রতি বার্তা, বল দেখো আর মারো, ‘নাঈমের বল মারার সামর্থ্যটা সহজাত। ওর সঙ্গে আমাদের যোগাযোগটা পরিষ্কার। ওর কাছে আমাদের কী প্রত‍্যাশা, সেটি সে জানে। আমি নিশ্চিত, সে মাঠে গিয়ে নিজের সহজাত ক্রিকেটটা খেলবে—যেটা হলো “বল দেখো আর মারো”। আমরা ওর সংখ‍্যা বা অন‍্য কিছু নিয়ে চিন্তিত না। আমরা চাই, পরিস্থিতি অনুযায়ী খেলুক। যত দ্রুত সম্ভব কন্ডিশন বুঝতে পারুক। ব‍্যাটিং–সঙ্গীর সঙ্গে যোগাযোগ রাখুক এবং নিজের ভূমিকা পালন করুক।’

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ শ্রীধরন শ্রীরাম সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর