Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মোস্তাফিজের কাছে সেরাটা পাওয়া যাবে’

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২২ ১৪:১০

বল হাতে দেশের বাইরে দীর্ঘদিন ধরেই বেশ সাদামাটা পারফরম্যান্স মোস্তাফিজুর রহমানের। এশিয়া কাপে বোলিং বিভাগের নেতৃত্বে থাকা মোস্তাফিজুর রহমানই বাংলাদেশের ভরসা। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে বল হাতে ছিলেন না তেমন ক্ষুরধার। কিন্তু বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম জানিয়ে দিলেন মোস্তাফিজ খুব ভালো অবস্থায় আছেন এবং তার কাছ থেকে সেরাটা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে সবশেষ ১৪টি ইনিংস বল করে মোস্তাফিজ উইকেট নিয়েছেন ৯টি। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টি-টোয়েন্টিতে ছিলেন উইকেটশূন্য। এক ম্যাচে ৪ ওভারে দিয়েছিলেন ৩৭, আরেক ম্যাচে ২ ওভারে ২৭ রান দিয়ে আর বল পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৪ ওভারে দিয়ে দেন ৫০ রান। বাকি দুই ম্যাচে তুলনামূলক ভালোই বল করেন।

বিদেশের মাটিতে বল হাতে টি-টোয়েন্টিতে ওভারপ্রতি মোস্তাফিজের ইকোনমিরেট প্রায় ১০। এতেই প্রশ্ন বাংলাদেশের বোলিং বিভাগ নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা তিনি! তবে কয়েকদিন মোস্তাফিজদের অনুশীলন দেখে টেনকিক্যাল পরামর্শক জানিয়ে দিলেন ফিজ ঠিক আছেন, প্রস্তুত সেরাটা দিতে।

শ্রীধরণ শ্রীরাম বলেন, ‘মোস্তাফিজ নেটে যেমন বল করেছে, নতুন বলে সুইং করাচ্ছে, ডানহাতিদের বেলায় বল ভেতরে ঢোকাচ্ছে। আমি মনে করে সে খুব বিপদজনক একজন। যখন দেখা যায় ডানহাতি ব্যাটসম্যানদের বেলায় বল ভেতরে আনতে পারছে, তখন আশা করা যায় সেরাটা পাওয়া যাবে। আমি মনে করি সে সেরা অবস্থায় আছে।’

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতেই বল হাতে অকার্যকরই ছিলেন ফিজ। সংযুক্ত আরব আমিরাতে ৪ ম্যাচে মাত্র ২টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে দুঃশ্চিন্তা আরও বাড়িয়েছে তার ওভারপ্রতি ১০ রান দেওয়ায়। তবে এবার এশিয়া কাপে নিজের সেরাট দিতে প্রস্তুত ফিজ।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশের এশিয়া কাপ শুরু হচ্ছে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ বনাম আফগানিস্তান মোস্তাফিজুর রহমান শ্রীধরণ শ্রীরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর