Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিব ঘূর্ণিতে বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০২২ ২০:৩০

ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারসহ তিন টপ অর্ডার ব্যাটারকেই হারিয়েছে টাইগাররা। তিন উইকেটই নিয়েছেন মুজিব উর রহমান।

ব্যাট করতে নেমে প্রথম ওভারটা নড়বড়ে ভাবেই খেলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ফজলহক ফারুকিকে সামলানোর পরের ওভারেই বল হাতে আসেন মুজিব উর রহমান। দ্বিতীয় ওভারের শেষ বলটি সামনের দিকে খেলতে চেয়েছিলেন কিন্তু বলের লাইন মিস করেন নাঈম আর মুজিবের বল আঘাত হানে স্টাম্পে। ৮ বলে ৬ রান করেন নাঈম। বাংলাদেশ দ্বিতীয় ওভারে ৭ রানে হারায় প্রথম উইকেট।

বিজ্ঞাপন

এরপর উইকেটে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। প্রাথমিক ধাক্কা কাটাতে বিজয়কে সঙ্গে দিচ্ছিলেন সাকিব। তবে বিজয় পারলেন না সাকিবকে সঙ্গ দিতে। চতুর্থ ওভারের শেষ বলটি করেন মুজিব। ওই বলটি ক্রস ব্যাটে খেলেন বিজয় আর মিস করেন বলের লেন্থ, বল গিয়ে আঘাত হানে বিজয়ের পায়ে জোরালো আবেদন করে আফগান খেলোয়াড়রা। কিন্তু আম্পায়ার অনড় থাকেন। তবে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোহাম্মদ নবী। তৃতীয় আম্পায়ার পরে আউটের সিদ্ধান্ত দেন। আউট হওয়ার আগে ১৪ বলে ৫ রান করেন বিজয়।

পরের ওভারে নাভিন উল হককে আক্রমণ করে ব্যাট চালাতে থাকেন সাকিব আল হাসান। পঞ্চম ওভারের প্রথম পাঁচ বল থেকে দুটি বাউন্ডারি থেকে ৯ রান নেন সাকিব।

ষষ্ঠ ওভারে বল হাতে আবারও আসেন মুজিব উর রহমান। প্রথম বল থেকে দুই রান নেন সাকিব। তবে দ্বিতীয় বলটি আর মোকাবিলা করতে পারেননি সাকিব। মুজিবের করা বলটি উড়িয়ে মারতে গিয়ে বোল্ড হন সাকিব। আউট হওয়ার আগে ৯ বলে ১১ রান করেন সাকিব। বাংলাদেশ ২৪ রানে হারায় তৃতীয় উইকেট।

বিজ্ঞাপন

সাকিব ফিরলে উইকেটে আসেন আফিফ হোসেন। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান। মুশফিকুর রহিম ১ এবং আফিফ হোসেন ২ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর