Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মোস্তাফিজ আর অটো চয়েজ নয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২২ ২০:২৩

রঙিন পোশাকের ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের সেরা অস্ত্রো ভাবা হতো। কিন্তু বাঁহাতি পেসারের সম্প্রতিক ফর্ম যাচ্ছে-তা। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচেও আফগানিস্তানের বিপক্ষে বাজে বোলিং করেছেন। ডেথ ওভারে মোস্তাফিজের এলোপাতাড়ি এক ওভারেই ম্যাচ নিজেদের আয়ত্বে নিয়েছে আফগানিস্তান। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, মোস্তাফিজকে একাদশে অটো চয়েজ ভাবার সময় শেষ হয়ে গেছে।

বিজ্ঞাপন

বিস্ময় জাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মোস্তাফিজুর রহমানের। তার বোলিংয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে অনেক। ক্যারিয়ারের শুরুতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাকানি-চুবানি খাইয়েছেন। কিন্তু সম্প্রতি সময়ে তার বোলিং সাদামাটা।

ভালো বোলিং করতে করতে প্রতি ওভারেই এমন আলগা ডেলিভারি দেন যেটা আধুনিক ক্রিকেটের ব্যাটারদের পক্ষে বাউন্ডারর ওপারে পাঠাতে বেগ পেতে হয় না। যাতে রান খরচের গড় বেড়ে যায় অনেক।

পরিসংখ্যান বলছে সর্বশেষ ১৫ টি-টোয়েন্টিতে মোস্তাফিজ উইকেট পেয়েছেন মাত্র ৯টি। রানও খরচ করছেন দেদাড়ছে। বিদেশের মাটিতে তুলনামূলক বেশিই বিবর্ণ মোস্তাফিজ। বাজে ফর্মে থাকা মোস্তাফিজকে নিয়ে ভাবছে বাংলাদেশ।

আগামীকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে হলে সেই ম্যাচ জিততেই হবে। তার আগে সংবাদ সম্মেলনে আজ খালেদ মাহমুদ সুজন এক প্রশ্নের উত্তরে বলছিলেন, ‘মোস্তাফিজ কি এখনও দেশসেরা পেসার? তাকে যে অটো চয়েজ ধরা হয়, সেই প্রথা কি ভাঙার সময় এসেছে? হয়তোবা। আমি জানি না। ভালো প্রশ্ন। আমরাও এটা নিয়ে একটু উদ্বিগ্ন। আমরাও যে জানি না তা না। প্রশ্নটা একদম নতুন না আমাদের কাছে। আমরা যে এটা নিয়ে ভাবছি না তা না। তবে আমি বিশ্বাস করি, সে এখনও সেরাদের একজন। ওর যে বৈচিত্র‍্য আছে বোলিংয়ে, সেটা হয়তো আমাদের অনেক পেসারের নেই। হয়তো ওই বৈচিত্র‍্য কাজে লাগছে না বা ও বাস্তবায়ন করতে পারছে না। কিছু একটা হচ্ছে।’

খাদেদ মাহমুদ বলেন, ‘এটা খুব উদ্বেগজনক যে, গত ১৫-১৬ ম‍্যাচে মোস্তাফিজ সেভাবে উইকেট পাচ্ছে না, ইকোনমি রেটও ভালো না। তবে অটো চয়েজ বলে কিছু নেই। তারপরও এই ফরম‍্যাটে আমরা সব সময় ওকে এগিয়ে রাখি, ওর অভিজ্ঞতা, আইপিএলে খেলে, সব কিছূ মিলিয়ে এই সংস্করণে আমাদের ফাস্ট বোলারদের মধ‍্যে সবচেয়ে বেশি ম‍্যাচ খেলেছে মোস্তাফিজই। ওই হিসেবে মোস্তাফিজকে এগিয়ে রাখা হয়।’

বিজ্ঞাপন

টিম ডিরেক্টর এটাও বলছেন দলর সবাই মনে করছেন, মোস্তাফিজ এই বাজে সময় কাটিয়ে উঠবেন। এবং বাংলাদেশকে আবারও ম্যাচ জেতাবেন, ‘মোস্তাফিজ ভালো করেনি তা না, তবে গত ২ বছর সে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছে না, এটা আমাদের সবার জন‍্য উদ্বেগের ব‍্যাপার। তবে আমি বিশ্বাস করি, ফর্ম ইজ টেম্পরারি, ক্লাস ইজ পারমানেন্ট। আমি এখনও বিশ্বাস করি, মোস্তাফিজ এখান থেকে বের হয়ে আসবে, দলকে আবার ম‍্যাচ জেতাবে। এই বিশ্বাসটা আমাদের সবারই আছে।’

সারাবাংলা/এসএইচএস

এশিয়া কাপ ২০২২ খালেদ মাহমুদ সুজন টপ নিউজ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর