হংকংয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
২ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৩
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ও হংকং। এই ম্যাচের জয়ী দল সরাসরি টিকিট কাটবে সুপার ফোরের। শারজাহতে বাংলাদেশ সময় রাত ৮টায় হংকংয়ের মোকাবিলা করবে পাকিস্তান। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন হংকংয়ের অধিনায়ক নিজাকাত খান।
এর আগে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে দেখেছে হারের মুখ। ভারত ও পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটি জিতে নেয় ভারত। এরপর হংকংকেও হারায় ভারত। এতেই সরাসরি সুপার ফোরে চলে যায় ভারত। এবার সুপার ফোরের টিকিটের লক্ষ্যে লড়াই পাকিস্তান ও হংকংয়ের মধ্যে। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো হংকং আত্মবিশ্বাসে টইটম্বুর।
পাকিস্তান একদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, হারিস রাউফ এবং শাহনেওয়াজ দাহানি।
হংকং একাদশ
নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুরতাজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, জিশান আলী, স্কট ম্যাক্কিনি (উইকেটরক্ষক), হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুকা এবং মোহাম্মদ ঘাজানফার।
সারাবাংলা/এসএস