সুপার ফোরে শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে আফগানিস্তান
৩ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৫
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলংকা। গ্রুপ পর্বে দুই দলের প্রথম দেখায় লংকানদের উড়িয়ে দিয়েছিল আফগানরা। এবার লড়াই সুপার ফোরের। এই দুই দলের সঙ্গে সুপার ফোরে আছে ভারত এবং পাকিস্তান। শনিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আফগানিস্তান এবং শ্রীলংকার মধ্যকার ম্যাচটি। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা।
শ্রীলংকা একাদশ
দনুশ গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চরিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইনিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, দিলশান মদুশনাকা এবং অসিথা ফার্নান্দো।
আফগানিস্তান একাদশ
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), শামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, নাভিন উল হক, মুজিব উর রহমান এবং ফজলহক ফারুকি।
সারাবাংলা/এসএস
আফগানিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ এশিয়া কাপ ২০২২ টস সুপার ফোর