Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:১১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২২ ২৩:১২

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। প্রথম বারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মারুফা আক্তার। বাছাই পর্বে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন যথারীতি নিগার সুলতানা।

তরুণ অলরাউন্ডার মারুফা আক্তার অনেকদিন যাবতই আলোচনায় ছিলেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২৩ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হন। ব্যাট হাতেও প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। এদিকে, অভিজ্ঞ পেসার গত কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দলে ছিলেন না।

বিজ্ঞাপন

এই দুজনকে জায়গা করে দিতে কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের দল থেকে বাদ পড়েছেন ফারিহা ইসলা ও সুরাইয়া আজমিন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বাছাই পর্বে বাংলাদেশসহ অংশ নিবে মোট আটটি দল।  গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে আছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত।

বাছাই পর্বের দুই গ্রুপ থেকে দুই দল সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার। বাংলাদেশ গত বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে গিয়েছিল। বাংলাদেশ বরাবরই অবশ্য ফেভারিট হিসেচে বাছাই পর্বে যায়। তবে এখন পর্যন্ত মূল পর্বে কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর