Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেক রাঙিয়ে অ্যান্তনি বললেন, ‘এটা কেবলই শুরু’

স্পোর্টস ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৫৭

আয়াক্স থেকে ৯৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্তনি। রেড ডেভিলদের হয়ে আর্সেনালের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে অভিষেক অ্যান্তনির। আর অভিষেকেই গোল দিয়ে রাঙিয়েছেন এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে ইউনাইটেড। আর দলের জয়ে বড় ভূমিকা রাখা অ্যান্তনি বললেন, এটা তো কেবলই শুরু।

গ্রীষ্মের দলবদলের শেষ বেলায় গত সপ্তাহে আয়াক্স থেকে পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে যোগ দেন আন্তোনি। ২২ বছর বয়সী এই ফুটবলারকে পেতে প্রাথমিকভাবে ইউনাইটেডের খরচ ৯৫ মিলিয়ন ইউরো। বিভিন্ন ফি বাবদ অঙ্কটা ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

আর্সেনালের বিপক্ষে আন্তনির গোলে প্রথমে এগিয়ে যায় ইউনাইটেড। রাশফোর্ডের পাস থেকে গোল করেন তিনি। সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান (২২ বছর ১৯২ দিন) হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকে জালের দেখা পেলেন তিনি।

এরপর নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যান্তনি, ‘কী অবিশ্বাস্য একটা দিন! ম্যানচেস্টার ইউনাইটেডের সব স্টাফ ও আমার সতীর্থদের অসংখ্য ধন্যবাদ!! আমি এই দিনটি কখনই ভুলব না! ইউনাইটেড সমর্থকদের বলছি, এমন অভ্যর্থনার জন্য আমার ভালোবাসা রইলো! চলুন আরও কিছুর জন্য এগিয়ে যাই! এটা তো কেবল শুরু।’

অ্যান্তনি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর