রোহিতে ভর করে ভারতের সংগ্রহ ১৭৩
৬ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৮
ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে ভারত। তবে শুরুতেই টপ অর্ডারের দুই ব্যাটার লোকেশ রাহুল এবং বিরাট কোহলিকে হারিয়ে চাপে পড়ে ভারত। তবে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৩।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুল থিকসানার বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন। দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিতগত ৬ রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। এরপর ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া বিরাট কোহলিও এদিন চরম ব্যর্থ। মাত্র ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই কোহলি ফেরেন মদুশানাকার বলে বোল্ড হয়ে।
তৃতীয় ওভারের চতুর্থ বলে মদুশানাকাকে ক্রস ব্যাটে মিডউইকেট দিয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করেন কোহলি। এতেই বোল্ড হয়ে ফেরেন কোহলি, ভারত ১৩ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর তৃতীয় উইকেটে সূর্যকুমার যাদবকে নিয়ে বিপর্যয় সামাল দেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটে রানের ফুলঝুরি ছোটাতে থাকেন ভারতীয় অধিনায়ক। ইনিংসের ১৩তম ওভার পর্যন্ত উইকেটে ছিলেন রোহিত।
৪১ বলে ৫টি চার আর চারটি ছয়ে ১৭৬ স্ট্রাইকরেটে ৭২ রান করেন রোহিত। করুনারত্নের বলে নিসাঙ্কার হাতে ক্যাচ তুলে দিয়ে রোহিত যখন ফিরছেন তখন ভারতের স্কোরবোর্ডে রান ১১০। অর্থাৎ সূর্যকুমারের সঙ্গে রোহিতের জুটি ৯৭ রানের। রোহিত ফেরার পর আর উইকেটে টিকিতে পারেননি সূর্যকুমার যাদবও। এক ওভার পর দলীয় ১১৯ রানে ব্যক্তিগত ৩৪ রানে শানাকার শিকার হয়ে ফেরেন তিনিও।
শেষ দিকে হার্দিক পান্ডিয়াও ইনিংস বড় করতে পারেননি। ১৩ বলে ১৭ রান করে শানাকার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনিও। পান্ডিয়া যখন ফিরছেন তখন ভারতের দলীয় সংগ্রহ ১৪৯। তবে শেষ দিকে এসে রিশব পন্ত, দীপক হুদারা রান তুলতে না পারেনি। তবুও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান।
শ্রীলংকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দিলশান মদুশানাকা। এছাড়া দুটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে এবং দাসুন শানাকা। আর একটি উইকেট নেন মহেশ থিকশানা।
সারাবাংলা/এসএস